• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার পর অভিষেকেরও 'অন্যায়' খুঁজবেন বিজেপি সভাপতি! মাঝে আবার শুভেন্দু কাঁটা

২০২১-এর ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপি চাপ বাড়াচ্ছে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে হানা দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি মমতা বন্দ্যোপাধ্যয়ের পাড়ায় 'অন্যায়' খুঁজবেন। মানুষের বাড়ি বাড়ি তিনি লিফলেট বিলি করবেন। সেই লিফলেটে থাকবে তৃণমূল কংগ্রেস সরকারের ব্যর্থতার ফিরিস্তি।

মমতার পর অভিষেকের গড়ে হানা দেবেন নাড্ডা

মমতার পর অভিষেকের গড়ে হানা দেবেন নাড্ডা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষে্ত্রে ‘আর নয় অন্যায়' কর্মসূচির পর বুধবার জেপি নাড্ডা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে। বিজেপি এভাবেই তৃণমূলের গড়ে হানা দিয়ে স্নায়ুর চাপ বাড়াতে চাইছে। তৃণমূল অবশ্য বিজেপির এই কর্মসূচিকে কোনও যুক্তিতেই পাত্তা দিতে চাইছে না।

আর নয় অন্যায়! বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা বিজেপির

আর নয় অন্যায়! বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা বিজেপির

তৃণমূলের দাবি ভিন রাজ্যের নেতাদের নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না, দুয়ারে সরকার-এর পাল্টা হিসেবে বিজেপিও ঝাঁপিয়ে পড়তে চাইছে আর নয় অন্যায় কর্মসূচি নিয়ে। শুধু বৈঠক বা সভাতেই আটকে না থেকে তাঁরা বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা নিয়েছে। কিন্তু বাংলা এই কর্মসূচিকে ভালোভাবে নেবে না, প্রত্যাখ্যান করবে বাংলার মানুষ।

১৫ দিন আরও অনেক নেতা বহিরাগতকে দেখা যাবে, খোঁচা

১৫ দিন আরও অনেক নেতা বহিরাগতকে দেখা যাবে, খোঁচা

শনিবার বাংলায় আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছিলেন তিন কেন্দ্রীয়মন্ত্রী। গজেন্দ্র সিং শেখাওয়াত, মনশুখ মান্ডভিয়া ও অর্জুন মুন্ডা এই কর্মসূচির উদ্বোধন করেন। আগামী ১৫ দিন চলবে এই কর্মসূচি। আরও অনেক নেতা বহিরাগত নেতাকে দেখা যাবে বাড়ি বাড়ি লিফলেট হাতে ঘুরতে।

বহিরাগতদের বাহারি নেতা কটাক্ষ সৌগত রায়ের

বহিরাগতদের বাহারি নেতা কটাক্ষ সৌগত রায়ের

সৌগত রায় নাড্ডাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে বিজেপির প্রতার অভিযান চালানোর কড়া সমালোচনা করেছেন। একসময় নীতীশ কুমার বলেছিলেন বিহারে বাহারিকে মেনে নেওয়া হবে না। এবার বাংলাতেও বাহারিদের আনাগোনা শুরু হয়েছে। বাংলার মানুষ এসব মেনে নেবে না। কারণ এটা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে।

নাড্ডার সফরে তৃণমূলের রক্তচাপ অন্য কারণে

নাড্ডার সফরে তৃণমূলের রক্তচাপ অন্য কারণে

মমতা ও অভিষেকের গড়ে বিজেপি এই কর্মসূচি বাংলা যেভাবেই নিক, দলের সভাপতি জেপি নাড্ডার এই সফর তৃণমূলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে অন্য কারণে। নাড্ডা আসার আগের দিন থেকেই কলকাতায় হাজির শুভেন্দু অধিকারী। নাড্ডা আবার দুদিন থাকবেন কলকাতায়। স্বভাবতই নাড্ডার সফরে শুভেন্দুর বিজেপি যোগের জল্পনা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

ভারত বনধ ঘিরে গরু, সবজি নিয়ে তৃণমূলের বিক্ষোভ অবস্থান!'দ্বিচারিতা'র তকমা দিয়ে মমতা শিবিরকে টার্গেট সুজনের

English summary
BJP president JP Nadda will do campaign in Mamata Banerjee and Abhishek Banerjee’ hub
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X