পানাজি: গোয়ার ফতোরদার স্টেডিয়ামে পয়েন্ট ভাগ করে নিল বেঙ্গালুরু এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড। উত্তেজক ম্যাচে ব্লুজ’দের সঙ্গে হাইল্যান্ডারদের লড়াই শেষ হল ২-২ গোলে। নর্থ-ইস্টের হয়ে জোড়া গোল করলেন লুইস মাচাদো। অন্যদিকে বেঙ্গালুরুর হয়ে জোড়া গোল করলেন জুয়ানন গঞ্জালেস এবং উদান্তা সিং।

ইস্টবেঙ্গল ম্যাচের একাদশে চারটি পরিবর্তন এনে এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে একাদশ সাজিয়েছিলেন জেরার্ড নাস। ডিলান ফক্স, লালরেমপুইয়া ফানাই, ভিপি সুহের এবং রোছারজেল্লাকে এদিন শুরু থেকেই নামিয়ে দেন তিনি। অন্যদিকে চেন্নাইয়িনের বিরুদ্ধে গত ম্যাচে প্রথম জয় পাওয়া একাদশ অপরিবর্তিত রেখেই নর্থ-ইস্টের বিরুদ্ধে ঘুঁটি সাজিয়েছিলেন বেঙ্গালুরু কোচ কার্লোস কুয়াদ্রাত। ম্যাচের শুরুতেই এদিন ম্যাচে লিড নেয় হাইল্যান্ডাররা। ম্যাচের তৃতীয় মিনিটে ডানপ্রান্ত থেকে ভিপি সুহেরের বাড়ানো বল ধরে রোছারজেল্লা বক্সে কাট করে শট নেন, সেই শট মাচাদোর গায়ে লেগে প্রতিহত হয়ে ঢুকে যায় গোলে।

যদিও সেই গোল ফিরিয়ে দিতে খুব বেশি সময় নেয়নি বেঙ্গালুরু। রাহুল ভেকের লম্বা থ্রো গোলমুখে দাঁড়িয়ে ডিলান ফক্স প্রতিহত করলে ফিরতি বলে জুয়াননের নেওয়া শট ঢুকে যায় গোলে। ১৮ মিনিটে একক দক্ষতায় বিপক্ষের চার-পাঁচ ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সের মধ্যে থেকে আশিক কুর্নিয়ানের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে আশিক কুর্নিয়ানের মাইনাস থেকে বক্সের মধ্যে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়ে গিয়েছিলেন হরমনজোৎ খাবরাও। কিন্তু বাঁ-পায়ের শটে নিশানায় স্থির থাকতে পারেননি তিনি। আক্রমণ প্রতি-আক্রমণে কিছু বিক্ষিপ্ত সুযোগ এসেছিল জেরার্ড নাসের দলের কাছেও। কিন্তু সেগুলো বিপদের সঞ্চার করতে পারেনি বেঙ্গালুরু রক্ষণে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই নর্থ-ইস্ট গোলরক্ষক গুরমিত সিং’য়ের ভুলে এগিয়ে যেতে পারত ব্লুজ’রা। ফক্সের উদ্দেশ্যে গুরমিতের বাড়ানো পাস অনুধাবন করে ছিনিয়ে নেন কেলিটন সিলভা। তবে বল ধরেও শেষ অবধি ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি ব্রাজিলিয়ান উইঙ্গার। উলটোদিকে ৫১ মিনিটে সুহেরের ক্রস থেকে আপ্পিয়ার ড্রপ হেডার দক্ষতার সঙ্গে রক্ষা করেন গুরপ্রীত সান্ধু। ৬৩ মিনিটে ক্রিস্টিয়ান ওসপেথের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নেওয়া শট বাচান গুরমিত। ৭০ মিনিটে বক্সের মধ্যে ডিলান বক্সের ভুলে সমতা ফেরায় বেঙ্গালুরু।

নিজেদের রক্ষণে একটি ডেড বল ক্লিয়ার করতে ফক্স দেরি করায় সুযোগের সদ্ব্যবহার করেন উদান্তা। ছোঁ মেরে এসে গোল করে বেরিয়ে যান তিনি। আট মিনিট বাদে ইদ্রিসা সিল্লার লম্বা বল ধরে ম্যাচে সমতা ফেরান সেই মাচাদো। বক্সের বাইরে মাচাদোকে করা জুয়াননের ফাইনাল ট্যাকল ব্যর্থ হলে মাথা ঠান্ডা রেখে তা গোলে পাঠিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার। এই ড্র’য়ের ফলে চলতি আইএসএলে এখনও অপরাজিত রইল দুই দল। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দু’য়ে উঠে এল নর্থ-ইস্ট। অন্যদিকে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুরু।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।