মুখ্যসচিব ও রাজ্যপুলিসের ডিজিকে তলব রাজ্যপালের, অন্যায় করছেন ধনখড়, পাল্টা আক্রমণ সৌগতর
বারবার জানতে চাওয়া হয়েছে চিঠি দিয়ে। কিন্তু রাজ্য সরকার রাজ্যের কোনও তথ্য সম্পর্কেই অবহিত করছে না। এবার তাই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ১২ ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলেছেন তিনি। টুইটে সেই চিঠির কথা উল্লেখ করেছেন রাজ্যপাল। অসাংবিধানিক কাজ করছেন তিনি পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।

মুখ্যসচিব ও ডিজিকে তলব
রাজ্যের কাজ সম্পর্কে অবহিত করা হচ্ছে না তাঁকে।একাধিকবার মমতা সরকারের কাছে জানতে চেয়েও কোনও জবাব পাওয়া যায়নি। এবার তাই একেবারে সময়সীমা বেঁধে দিয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের ডিজিকে তলব করেছেন তিনি। ১২ ডিসেম্বরের মধ্যে তাঁদের রাজ্যপাল দেখা করতে বলেছেন। টুইট করে সেকথা প্রকাশ্যে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আক্রমণ সৌগত
রাজ্যপালের এই কাজ সংবিধান বিরুদ্ধ বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তিনি অভিযোগ করেছেন রাজ্যপাল প্রয়োজনে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতে পারেন। তাঁর সঙ্গে কথা বলতে পারেন কিন্তু রাজ্য প্রশাসনের ও পুলিসের আর কোনও আধিকারিককে এভাবে নির্দেশ দিতে পারেন না। সংবিধানের ১৬৭ ধারাতেই তার উল্লেখ আছে। যদি তিনি তলবও করেন তাহলে সেটা প্রকাশ্যে এনে আরও অন্যায় করেছেন।

রাজ্যপাল বিতর্ক
প্রথম থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশও জানিয়ে এসেছিলেন তিনি। সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জগদীপ ধনখড়। তারপরেই অমিত শাহ তড়িঘড়ি রাজ্য সফরে আসেন।

উত্তরবঙ্গ সফরে বিতর্ক
গোটা নভেম্বর মাস পাহাড়ে ছিলেন তিনি। েসখানে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘুরেছেন। জেলার প্রশাসনিক আধিকারিকদের কাজ কর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তাঁকে কেন গার্ড অব অনার দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রকাশ্যে রাজ্য সরকারে বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে রাজ্যপাল বলে গিয়েছিলেন পাহাড়ে তিনি মানুষের অভিযোগ শুনতে যাচ্ছেন।
রোজই বাড়িতে আসেন শীলভদ্র দত্ত, বিজেপি নেতা মুকুল রায়ের দাবি ঘিরে নতুন করে চড়ছে জল্পনার পারদ