• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE আউট স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

  • |

সিডনিতে আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ মহারণ। রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০ জিতে ২-০ এগিয়ে সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লু। আজ অজিদের হারাতে পারলে ৩-০ সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগের সামনে কোহলি অ্যান্ড কোম্পানি। বিদেশ সফরে এই নিয়ে টি-২০ ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। সেই সঙ্গে ঘরে বাইরে মিলিয়েও ভারতের টানা ১০টি টি-২০ জয় এসেছে। এদিন সেই সংখ্যা বাড়িয়ে ভারত টানা ১১ তম জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

LIVE আউট স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন

Newest First Oldest First
2:45 PM, 8 Dec
১২ তম ওভার শেষে অস্ট্রেলিয়া ১০১/২
2:33 PM, 8 Dec
৩৪ বলে ৫০ রান ম্যাথু ওয়েডের। এই নিয়ে টি-২০ সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতরান ওয়েডের।
2:28 PM, 8 Dec
২৪ রান করে আউট স্টিভ স্মিথ। ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের বিরুদ্ধে বোল্ড স্মিথ। ৯.৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৯/২।
2:26 PM, 8 Dec
জীবন দান পেলেন স্মিথ, স্মিথের স্টাম্পিং মিস লোকেশ রাহুলের।
2:24 PM, 8 Dec
হাফ সেঞ্চুরি সামনে ম্যাথু ওয়েড। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৭৩ রান তুলেছে।
2:17 PM, 8 Dec
৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৯ রানে পৌঁছল অস্ট্রেলিয়া।
2:08 PM, 8 Dec
৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪৫/১। ষষ্ঠ ওভার বল করতে এলেন টি নটরাজন।
1:59 PM, 8 Dec
৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮/১
1:57 PM, 8 Dec
আবার চার। মারকুটে ব্যাটিং ম্যাথু ওয়েডের। চতুর্থ ওভারের প্রথম বলেই চার হাঁকালেন ওয়েড।
1:55 PM, 8 Dec
চতুর্থ ওভারে ফের বোলিংয়ে উইকেটশিকারি ওয়াশিংটন সুন্দর।
1:55 PM, 8 Dec
৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলছে অস্ট্রেলয়া।
1:50 PM, 8 Dec
২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪/১।
1:49 PM, 8 Dec
ভারতের হয়ে প্রথম উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। ০ রান করে আউট ফিঞ্চ।
1:48 PM, 8 Dec
দ্বিতীয় ওভারে অজিদের প্রথম উইকেটের পতন। ওভারের চতুর্থ বলে মিড অফে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট অ্যারন ফিঞ্চ
1:46 PM, 8 Dec
ভারতের হয়ে দ্বিতীয় ওভার বল করতে এলেন ওয়াশিংটন সুন্দর। ওভারের প্রথম বলেই চার।
1:45 PM, 8 Dec
প্রথম ওভারে ২টি চার হাঁকালেন ওয়েড। কোনও উইকেট না হারিয়ে ৯ রান তুললে অস্ট্রেলিয়া।
1:44 PM, 8 Dec
অজিদের হয়ে আজ ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে ম্যাথু ওয়েড।
1:31 PM, 8 Dec
একনজরে ভারতীয় দল- শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি,সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল,ওয়াশিংটন সুন্দর, দীপক চাহাল, শার্দুল ঠাকুর, টি নটরাজন।
1:15 PM, 8 Dec
অন্যদিকে অস্ট্রেলিয়া দলে এদিন ফিরলেন ফিঞ্চ। চোটের কারণে দ্বিতীয় ম্যাচে তিনি বাইরে ছিলেন। আজ মার্কাস স্টোইনিসের পরিবর্তে ফিঞ্চ খেলছেন।
1:14 PM, 8 Dec
ভারতীয় দলে এদিন একাধিক পরিবর্তনের সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচের জয়ী দল ধরে রেখেই মাঠে নামল ভারত।
1:13 PM, 8 Dec
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। দ্বিতীয় ম্যাচের মতো আজও রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন বিরাট।
12:48 PM, 8 Dec
অন্যদিকে ব্যাটিংয়ে সঞ্জু স্যামসানের জায়গায় খেলতে পারেন মনীশ পান্ডে।
12:48 PM, 8 Dec
সেক্ষেত্রে ভারতীয় দলের পেসব্রিগেডে এদিন শার্দুল ঠাকুর, টি নটরাজন ও বুমরাহ এই ত্রয়ী খেলতে পারেন।
12:47 PM, 8 Dec
১৭ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ। তাই আজও বিশ্রামে থাকতে পারেন মহম্মদ শামি।
12:47 PM, 8 Dec
সিরিজের দুই ম্যাচে বিশ্রামে রয়েছেন জসপ্রীত বুমরাহ। আজ তাঁকে খেলাতে পারেন বিরাট।

English summary
India vs Australia 2020 3rd T20 Live Update in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X