স্টাফ রিপোর্টার , কলকাতা : আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারেব। তাছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে।

এছাড়া আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

এদিকে একের পর এক ঘূর্ণিঝড় সঙ্গে আবার ঘূর্ণাবর্ত। জোড়া প্রভাবে বাংলার দক্ষিণ অংশে শীতের প্রভাব কমে গিয়েছে। সঙ্গী হচ্ছে সকালের কুয়াশা। হাওয়া অফিস জানাচ্ছে, প্রতিবেশী ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে।

এর জেরে গত দুই দিন ধরে মাঝারি পর্যায়ের কুয়াশা দেখা গিয়েছে যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগামী দুদিন কুয়াশা দেখা দিতে পারে। এছাড়া আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

এদিকে এবার সাগরে শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’। নয়া ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে তামিলনাড়ু উপকূলে। এমনটাই খবর কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে।

এত পরের পর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে বা তৈরি হতে দেখা যায় না। কিন্তু এবারে সেটাই হচ্ছে। একের পর এক ঘূর্ণিঝড় তাক করে বসে থাকছে উপকূলের দিকে। তাদেরই অন্যতম এই অর্ণব।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।