সিডনি: অল্পের জন্য অজিদের হোয়াইটওয়াশ করতে পারেনি ভারত৷ মঙ্গলবার এসসিজি-তে ১২ রানে শেষ ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ হারিয়েছে টিম কোহলি৷ এদিন হারলেও সিরিজ জিতে নবাগত টি নটরাজনের প্রশংসায় ভারত অধিনায়ক৷

এসসিজি-তে এদিন ম্যাথু ওয়েড ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ব্যাটিংয়েও ভালো করেন নটরাজন৷ এদিন চার ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট নেন তিনি৷ ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবচেয়ে কম রান খরচ করেন বাঁ-হাতি পেসার৷ সিরিজের তিনটি টি-২০ ম্যাচে ধারাবাহিকতা দেখিয়েছেন এই তামিল পেসার৷ তিন ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন নটরাজন৷ ওভার পিছু রান দিয়েছেন ৬.৯১৷

এদিন ম্যাচের পর বিরাট বলেন, ‘বুমরাহ (জসপ্রীত) ও শামির (মহম্মদ) অনুপস্থিতিতে নটরাজনের কথা উল্লেখ করতেই হবে৷ ও চাপের মধ্যে দারুণ বোলিং করেছে৷ প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে দুর্দান্ত পারফর্ম করেছে৷’ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের ফরম্যাটে নটরাজনকে দলে রাখেন নির্বাচকরা৷

২ ডিসেম্বর ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বছর উনত্রিশের বাঁ-হাতি তামিল পেসারের৷ টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম ম্যাচে ৭০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন৷ তারপর টি-২০ সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করেন৷ প্রথম টি-২০ ম্যাচে তিন উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন বাঁ-হাতি এই পেসার৷

নটরাজনের ভূয়সি প্রশংসা করে কোহলি বলেন, ‘দেখে ওকে দারুণ কম্পোজ মনে হয়েছে৷ কঠোর পরিশ্রম করার জন্য মুখিয়ে রয়েছে৷ ওর সাফল্য কামনা করি৷ বাঁ-হাতি এ পেসার ধারাবাহিকতা ধর রাখতে পারলে পরের বছর বিশ্বকাপে ও ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে৷’ ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর৷

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।