প্রথমবার দেশে ৪জি পরিষেবা এনে সাড়া ফেলে দিয়েছিল রিলায়েন্স জিও। এবার আরও এক ধাপ এগোনোর পালা। এবার আসছে ৫জি।

খুব বেশি দেরি নেই। ২০২১-এই এই পরিষেবা আনা হবে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানি।

এদিন ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে উপস্থিত হয়ে অম্বানি জানান, ২০২১-এর দ্বিতীয়ার্ধে এই পরিষেবা চালু করা হবে। দেশেই এই ৫জি নেটওয়ার্ক তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।