For Daily Alerts
LIVE

LIVE ভারত বনধ ঘিরে পশ্চিমবঙ্গে বহু জায়গায় বামেদের অবরোধ শুরু
কৃষিবিল প্রত্যাহার থেকে এমএসপি সহ একাধিক ইস্যু নিয়ে আজ কৃষকদের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে। কৃষকরা আগেই জানিয়েছেন কোনও মতেই সাধারণ মানুষের অসুবিধা করে এই বনধ আয়োজিত হবে না। ১১ টি রাজনৈতিক দলের সমর্থন, রেলওয়েজের ২ টি ইউনিয়নের সমর্থন নিয়ে এদিন ভারত বনধ দেশে। এদিনের ১২ ঘণ্টার বনধে বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বনধে বিশেষ কর্মসূচি রয়েছে।
Newest First Oldest First