• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE ভারত বনধ ঘিরে পশ্চিমবঙ্গে বহু জায়গায় বামেদের অবরোধ শুরু

  • |

কৃষিবিল প্রত্যাহার থেকে এমএসপি সহ একাধিক ইস্যু নিয়ে আজ কৃষকদের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে। কৃষকরা আগেই জানিয়েছেন কোনও মতেই সাধারণ মানুষের অসুবিধা করে এই বনধ আয়োজিত হবে না। ১১ টি রাজনৈতিক দলের সমর্থন, রেলওয়েজের ২ টি ইউনিয়নের সমর্থন নিয়ে এদিন ভারত বনধ দেশে। এদিনের ১২ ঘণ্টার বনধে বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বনধে বিশেষ কর্মসূচি রয়েছে।

LIVE  ভারত বনধ ঘিরে দেশের  বিভিন্ন প্রান্তের ছবি একনজরে

Newest First Oldest First
8:55 AM, 8 Dec
দেশের বিভিন্ন জায়গায় রেল অবরোধ শুরু। লখনউ রুরাল এলাকায় ১৪৪ ধারা লাগু হল।
8:10 AM, 8 Dec
বাঁকুড়ায় চলাচল করছে না বাস। সরকারি বাস কিছু চলছে রাস্তায়।
8:09 AM, 8 Dec
এদিন বনধ সমর্থকরা মধ্যমগ্রামে গাড়ি আটকানোর চেষ্টা করেন। রেছে রেল অবরোধের কর্মসূচি।
8:08 AM, 8 Dec
কলকাতায় যাদবপুরে দেখা গিয়েছে কৃষক আন্দোলনের তরফে ডাকা বনধের প্রবল প্রভাব পড়েছে। তবে মধ্যমগ্রামের যশোর রোডে অবরোধ শুরু হয়েছে।
8:07 AM, 8 Dec
খড়গপুরে এদিন সকাল থেকেই বন্ধ দোকানপাট, রামপুরহাটে এদিন সকালে বাম কংগ্রেসের মিছিল সংগঠিত হয়।
7:28 AM, 8 Dec
কৃষকদের সমর্থনে এর আগে সোনাজয়ী বক্সার বিজেন্দ্র সিং সহ একাধিক পদকজয়ীরা রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা শুরু করেন সোমবার। পরে তাঁদের পুলিশ আটকায়।
7:27 AM, 8 Dec
কৃষক নেতা দর্শন পাল জানিয়েছেন মঙ্গলবার গোটা দিন ভারত বনধ পালন করা হবে। বিকেল ৩ টে র্পযন্ত চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে।
7:26 AM, 8 Dec
ভারত বনধে ১১ টি রাজনৈতিক দলের সমর্থন থাকলেও কৃষকদের মঞ্চে কোনও রাজনৈতিক নেতা ওঠার সুযোগ পাবেন না।
7:25 AM, 8 Dec
ভারত বনধ ঘিরে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কড়া সতর্কতা ও নিরাপত্তা রাখা হয়েছে কেন্দ্রের নির্দেশে।

English summary
Bharat Bandh on 8 December and Farmers Agitation Live Update in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X