গাড়ি প্রেমীদের কাছে একাধিক ব্র্যান্ডের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড datsun। ভারতের বাজারে নিয়ে আসা একের পর এক মডেলের গাড়িতে datsun দিয়ে থাকে আকর্ষণীয় অফার। এমনকি ক্রেতাদের কথা ভেবে গাড়ির দাম বরাবর নাগালের মধ্যেই রেখে থাকে। তবে এবারে জানা গিয়েছে গ্রাহকদের জন্য তাদের তরফে নেওয়া হয়েছে এক নতুন পদক্ষেপ। বেশ কিছু মডেলের গাড়ির উপরে থাকবে আকর্ষণীয় ছাড়ের সুবিধা।

datsun এর entry level গাড়ি গুলির মধ্যে অন্যতম redi go। এই গাড়ির উপরে থাকছে আকর্ষণীয় ছাড়। থাকছে এক্সচেঞ্জের অতিরিক্ত সুবিধাও। অর্থাৎ জানানো হয়েছে এই গাড়ির উপরে প্রায় ৪৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন ক্রেতারা। জানা গিয়েছে এই গাড়িতে অতিরিক্ত বেশ কিছু সুবিধা। ক্রেতাদের কাছে আরামদায়ক সিটের কারণে যথেষ্ট জনপ্রিয় এই গাড়ি। এবারে ছাড় পাওয়াতে মনে করা হচ্ছে আরও বেশি ক্রেতা আকর্ষিত হবে এই গাড়ি কেনার ক্ষেত্রে।

এছাড়া রয়েছে datsun go । এই গাড়িতে পাওয়া যাবে ২০ হাজার পর্যন্ত cash discount এর পাশপাশি এক্সচেঞ্জ বেনিফিটের সুবিধাও। অর্থাৎ এই গাড়ির উপএ প্রায় ৫১ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারবেন ক্রেতারা। সাধারণ ক্রেতাদের মধ্যে অনেকের কাছেই যথেষ্ট পছন্দের datsun। এই কোম্পানির প্রতিটি গাড়িতে রয়েছে আকর্ষণীয় লুক। কিন্তু তার মধ্যেও এই ধরনের সুবিধা নিয়ে আসাতে মনে করা হচ্ছে প্রতিযোগিতার বাজারে ক্রেতাদের কাছে আরও জনপ্রিয় হবে এই ব্র্যান্ড। এছাড়া আগামী দিনে আরও নতুন মডেল তারা নিয়ে আসবে বলে জানা গিয়েছে।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।