শিলিগুড়ি: উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে শিলিগুড়িতে ১২ ঘন্টার বনধ চলছে৷ তাছাড়া মৃত বিজেপি কর্মী উলেন রায়ের বাড়িতে যান বিজেপি নেতৃত্ব৷ এবং ঘোষণা করেন,দলের তরফে মৃত কর্মীর পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হল৷

এছাড়া বিজেপি এই ঘটানায় সিবিআই তদন্তের পাশাপাশি ফের ময়নাতদন্তের দাবি করেছে৷ যদিও রাজ্য পুলিশ জানিয়েছে,পশ্চিমবঙ্গের সিআইডি কে তদন্ত করতে বলা হয়েছে। সত্য প্রকাশিত হবে এবং যারা জঘন্য অপরাধের পরিকল্পনা এবং সেটা কার্যকর করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান৷ তিনি কথা বলেন পরিবারের সঙ্গে৷ তারপর পরিবারকে জানান, ‘পুরো পরিবারের দায়িত্ব নেওয়া হল দলের তরফে৷ তাছাড়া ফের ময়নাতদন্তের দাবি করা হয়েছে৷

রাজ্য পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, “শটগান আঘাতের কারণে মৃত্যু হয়েছিল।” পুলিশ শটগান ব্যবহার করে না। এটা স্পষ্ট যে শিলিগুড়িতে গতকালের প্রতিবাদের সময় সশস্ত্র ব্যক্তিদের আনা হয়েছিল এবং তারা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছিল। বিক্ষোভ কর্মসূচিতে মৃতের কাছে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির শটগান থেকে চালানো গুলির প্যালেট আঘাত পেয়েছিল নিহত ব্যক্তি ।

এটি নজিরবিহীন। প্রতিবাদ কর্মসূচিতে সশস্ত্র ব্যক্তিদের আনা এবং তাদের গুলি চালাতে উস্কে দেওয়া শোনা যায় না। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হিংসা ছাড়ানোর দুরভিসন্ধি ছিল।

প্রসঙ্গত,সোমবার দুপুরে উত্তরবঙ্গে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন ‘উত্তরকন্যা’ অভিযানে নামে বিজেপি। গেরুয়া শিবিরের এই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ির তিনবাত্তি মোড়। তাছাড়া একজন বিজেপিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়৷

অভিযোগ,‘উত্তরকন্যা’ অভিযানে আচমকা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন যুব মোর্চার কর্মীরা। পুলিশ-বিজেপি কর্মী ধস্তাধস্তিতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এলাকায়। মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস, লাঠিচার্জ করে পুলিশের। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে বিজেপি কর্মীরা।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।