• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
LIVE

LIVE রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভারতের উইকেটের পতন, জীবনদান পেলেন বিরাট

  • |

সিডনিতে আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ মহারণ। রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০ জিতে ২-০ এগিয়ে সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লু। আজ অজিদের হারাতে পারলে ৩-০ সিরিজ হোয়াইটওয়াশ করার সুযোগের সামনে কোহলি অ্যান্ড কোম্পানি। বিদেশ সফরে এই নিয়ে টি-২০ ক্রিকেটে টানা ১০টি ম্যাচ জিতেছে ভারত। সেই সঙ্গে ঘরে বাইরে মিলিয়েও ভারতের টানা ১০টি টি-২০ জয় এসেছে। এদিন সেই সংখ্যা বাড়িয়ে ভারত টানা ১১ তম জয় ছিনিয়ে নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

LIVE  রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ভারতের উইকেটের পতন, জীবনদান পেলেন বিরাট

Newest First Oldest First
4:05 PM, 8 Dec
৪ ওভার শেষে ভারত ৩৩/১
4:02 PM, 8 Dec
৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলল ভারত।
4:00 PM, 8 Dec
বিরাটে ক্যাচ হাতছাড়া করলেন স্টিভ স্মিথ। ম্যাক্সওয়েলের বোলিংয়ের বিরুদ্ধে ক্যাচ তুলেছিলেন বিরাট। জীবনদান পেয়ে কোহলি কীভাবে কাজে লাগান, সেটাই এখন দেখার।
3:53 PM, 8 Dec
ম্যাক্সওয়েলের বোলিংয়ে ০ রানে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট রাহুল।
3:53 PM, 8 Dec
প্রথম ওভারেই আউট রাহুল। ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লোকেশ রাহুল।
3:32 PM, 8 Dec
ম্যাচ জিততে ভারতের টার্গেট ১৮৭ রান। দ্বিতীয় টি-২০তে ১৯৫ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত।
3:30 PM, 8 Dec
নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে বেঁধে রাখল ভারত।
3:26 PM, 8 Dec
অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন। ২০ তম ওভারের চতুর্থ বলে রান আউট ডার্সি শর্ট। ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৮২ রান তুলেছে।
3:19 PM, 8 Dec
অস্ট্রেলিয়ার তৃতীয় উইকেটের পতন। অজিরা ১৮.১ ওভারে ১৬৯/৩।
3:18 PM, 8 Dec
১৯ তম ওভারের প্রথম বলে ম্যাথু ওয়েডকে ৮০ রানে আউট করলেন শার্দুল ঠাকুর।
3:17 PM, 8 Dec
৮০ রানে ব্যাট করলেন ম্যাথু ওয়েড।
3:17 PM, 8 Dec
১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৬৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া।
3:16 PM, 8 Dec
৩১ বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাফ সেঞ্চুরি।
2:56 PM, 8 Dec
ম্যাক্সওয়েল-ওয়েডের ৪৫ রানের পার্টনারশিপ। ১৪ ওভার শেষে অস্ট্রেলয়া ১২৪/২।
2:52 PM, 8 Dec
১৩ তম ওভার শেষে অস্ট্রেলিয়া ১১৪/২
2:51 PM, 8 Dec
জীবন দান পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। চাহালের নো বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট ছিলেন ম্যাক্সওয়েল।
2:45 PM, 8 Dec
১২ তম ওভার শেষে অস্ট্রেলিয়া ১০১/২
2:33 PM, 8 Dec
৩৪ বলে ৫০ রান ম্যাথু ওয়েডের। এই নিয়ে টি-২০ সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতরান ওয়েডের।
2:28 PM, 8 Dec
২৪ রান করে আউট স্টিভ স্মিথ। ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের বিরুদ্ধে বোল্ড স্মিথ। ৯.৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭৯/২।
2:26 PM, 8 Dec
জীবন দান পেলেন স্মিথ, স্মিথের স্টাম্পিং মিস লোকেশ রাহুলের।
2:24 PM, 8 Dec
হাফ সেঞ্চুরি সামনে ম্যাথু ওয়েড। ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৭৩ রান তুলেছে।
2:17 PM, 8 Dec
৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৯ রানে পৌঁছল অস্ট্রেলিয়া।
2:08 PM, 8 Dec
৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪৫/১। ষষ্ঠ ওভার বল করতে এলেন টি নটরাজন।
1:59 PM, 8 Dec
৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ২৮/১
1:57 PM, 8 Dec
আবার চার। মারকুটে ব্যাটিং ম্যাথু ওয়েডের। চতুর্থ ওভারের প্রথম বলেই চার হাঁকালেন ওয়েড।
1:55 PM, 8 Dec
চতুর্থ ওভারে ফের বোলিংয়ে উইকেটশিকারি ওয়াশিংটন সুন্দর।
1:55 PM, 8 Dec
৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলছে অস্ট্রেলয়া।
1:50 PM, 8 Dec
২ ওভার শেষে অস্ট্রেলিয়া ১৪/১।
1:49 PM, 8 Dec
ভারতের হয়ে প্রথম উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর। ০ রান করে আউট ফিঞ্চ।
1:48 PM, 8 Dec
দ্বিতীয় ওভারে অজিদের প্রথম উইকেটের পতন। ওভারের চতুর্থ বলে মিড অফে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে আউট অ্যারন ফিঞ্চ
READ MORE

English summary
India vs Australia 2020 3rd T20 Live Update in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X