ভ্যাকসিনের জন্য অ্যাপ আনছে মোদী সরকার, বণ্টনে স্বচ্ছতা রাখতে নয়া ডিজিটাল উদ্যোগ
করোনা ভাইরাস ভ্যাকসিন বণ্টন এখন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। ওত পেতে আছে বিরোধীরা। কাউকে কোনও সুযোগ না দিতে এবার অ্যাপের সাহায্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। করোনা ভ্যাকসিন বণ্টন থেকে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সব কিছুই হবে অনলাইনে। তার জন্য অ্যাপ তৈরি করেছে মোদী সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন Co-WIN নামে একটি অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাকসিনের যাবতীয় খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখা হবে।


ভ্যাকসিনের জন্য অ্যাপ
করোনা ভ্যাকসিনের অ্যাপ আনছে মোদী সরকার। Co-WIN নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। যে অ্যাপটির মাধ্যমে গোটা দেেশ করোনা ভাইরাস ভ্যাকসিন বণ্টনের যাবতিয় হিসেব রিয়েল টাইমে পাওয়া যাবে শুধু ভ্যাকসিন বণ্টন নয়, করোনা সংক্রমণ ভ্যাকসিন কারা পাবেন, তার রেজিস্ট্রেশন সবটাই হবে এই অ্যাপের মাধ্যমে। গোটা দেশে সেটা দেখতে পারবে। কেবল মাত্র নিজেদের মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করতে হবে।

কী আছে অ্যাপে
করোনা ভাইরাস ভ্যাকসিন অ্যাপে ৫টি মডিউল থাকছে। প্রথমটি অ্যাডনিনিস্ট্রেটর মডিউল, রেিজস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল এবং যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের রিপোর্ট করার জন্য পৃথক একটি মডিউল থাকছে। এবং সবকটি পর্যায়ে ধাপে ধাপে নোটিফিকেশন থাকবে। যাতে কারা রেজিস্ট্রেশন করছেন, যাঁরা ভ্যাকসিন নিচ্ছেন সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।

কবে আসছে ভ্যাকসিন
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। দেশে এই মুহূর্তে ৬টি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে। আগামী সপ্তাহের মধ্যেই যেকোনও একটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এতেই আশার আলো দেখছেন দেশবাসী।

অনুমতি চেয়েছে ফাইজার ও সিরাম
ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অনুমতি চেয়েছে ফাইজার। সিরাম ইনস্টিটিউট তারপরেই করোনা ভাইরাসের টিকা নিয়ে মোদী সরকারের কাছে অনুমতি চেয়েছে। ব্রিটেন ইতিমধ্যেই ফাইজারের অনুমতি গিয়েেছ। সেখানে গণটিকাকরণ শুরুও হয়ে গিয়েছে। ভারতে এখনও ভ্যাকসিনের অনুমোদন মেলেনি।