• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

৯৭ লক্ষের গণ্ডি পার করেও পাঁচমাসের মধ্যে সর্বনিম্ন করোনা সংক্রমণ দেশে

দেশে করোনা ভাইরাসের সংক্রমণের মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও দৈনিক সংক্রমণ ও আক্রান্তের হার কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৫৬৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৮৫ জন। এর ফলে গত পাঁচ মাসের মধ্যে এদিনই দেশে সবথেকে কম সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে।

মোট সংক্রমিতের সংখ্যা ৯৭ লক্ষের গণ্ডি পেরিয়েছে

মোট সংক্রমিতের সংখ্যা ৯৭ লক্ষের গণ্ডি পেরিয়েছে

করোনা আক্রান্তের সংখ্যা কমলেও মোট সংক্রমিতের সংখ্যা ৯৭ লক্ষের গণ্ডি পেরিয়েছে। পশ্চিমবঙ্গেও দৈনিক করোনা সংক্রমণ কমেছে। এদিকে দেশজুড়ে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা ৩৯,০৪৫ জন গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬। গতকালকের তুলনায় তা কমেছে।

সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে

সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে

মোট করোনা আক্রান্তের নিরিখে দেশে সর্ব প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ৫৫ হাজার ৩৪১ জন। সুস্থ হয়ে উঠেছে ১৭ লক্ষ ৩০ হাজার ৭১৫ জন। কর্ণাটকে করোনায় মোট আক্রান্ত ৮ লক্ষ ৯৪ হাজার ৪ জন, সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ৫৭ হাজার ৩৫১ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ৮ লক্ষ ৭১ হাজার ২৮৮ জন, সুস্থ হয়ে উঠেছে ৮ লক্ষ ৫৯ হাজার ৬২৪ জন।

ভ্যাকসিনের অপেক্ষা

ভ্যাকসিনের অপেক্ষা

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা শীতকালে বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু দৈনিক সংক্রমণের পতন হওয়ায় আশার আলো দেখছেন বিজ্ঞানীরা। এদিকে করোনা ভ্যাকসিন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে দেশ। ফাইজারের পর সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেক করোনা ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়ার জন্য ভারতের কাছে অনুমতি চেয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী সপ্তাহেই ভারতের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে।

English summary
Lowest infection in the country in last five months, India's Coronavirus tally crosses 97 lakh mark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X