সিডনি: দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির ভারত৷ মঙ্গলবার তাঁর সামনে মহেন্দ্র সিং ধোনির ছোঁয়ার হাতছানি৷ তবে দ্বিতীয় ম্যাচে এসসিজি-তে বিরাটদের সিরিজ জয়ের গ্যালারিতে দেখা গিয়েছিল, ‘উই মিস এমএস ধোনি’ লেখা মাহি ভক্তদের ব্যানার৷ যা দেখে মাঠে ফিল্ডিং করতে গিয়ে বিরাটও ইঙ্গিত দেন তিনিও ধোনিকে মিস করছেন৷

এসসিজি-তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়৷ চলতি বছর ১৫ অগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন দু’বারের বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ধোনি৷ সুতরাং তারপর প্রথমবার ধোনিকে ছাড়া মাঠে নামে টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হারলে ও এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং৷

মঙ্গলবার এসসিজি-তে বিরাটের সামনে জোড়া রেকর্ডের হাতছানি৷ এদিন জিতলে এক মরশুমে টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ জেতার নজির গড়বেন ক্যাপ্টেন কোহলি৷ এছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে মহেন্দ্র সিং ধোনির কৃতিত্ব ছুঁয়ে ফেলবেন তিনি৷

মাঠের মধ্যে ও বাইরে বিরাট এবং ধোনির বন্ধুত্ব কারোর অজানা নয়। অস্ট্রেলিয়ার মাটিতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধোনি। তারপরই বিরাটের হাতে উঠেছে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন। তারপর সমীতি ওভারের ফর্ম্যাটেও নেতৃত্ব থেকে সরে দাঁড়ান ধোনি৷ বিশ্বকাপজীয় ভারত অধিনায়ক ধোনিকে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০১৯ বিশ্বকাপে৷ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিই ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ৷

তিন ওয়ান ডে সিরিজে প্রথম দু’টি ম্যাচ হেরে সিরিজ হেরেছিল ভারত৷ কিন্তু শেষ ওয়ান ডে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ আটকেছে বিরাটবাহিনী৷ তারপর প্রথম দু’টি টি-২০ জিতে অজিদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে এদিন মাঠে নামে ‘মেন ইন ব্লু’৷ এর আগে ২০১৬ সালে ধোনির নেতৃত্বে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে ৩-০ টি-২০ সিরিজে হারিয়েছিল ভারত৷ সুতরাং আজ ভারত জিতলে ধোনির এই কৃতিত্বকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।