নয়াদিল্লি : দেশের গৌরবের সঙ্গে নিজেকে যুক্ত করার সুযোগ এবার চাকরি প্রার্থীদের সামনে। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওতে খালি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রোমেডিক্যাল ল্যাবরেটরির কর্মীরা। সেই ক্ষেত্রেই চাকরির সুযোগ থাকছে। খালি রয়েছে একাধিক পদ।
শূণ্য পদের বিস্তারিত তথ্য
ডিআরডিও ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে সব তথ্য দেওয়া হয়েছে। ডিআরডিও জানিয়েছে ডিফেন্স বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রোমেডিক্যাল ল্যাবরেটরিতে ৬টি পদ খালি রয়েছে। উপযুক্ত ও ইচ্ছুক প্রার্থীদের যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগ্যতা
পদ অনুযায়ী যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ডিআরডিও-র দেওয়া নোটিশে এর বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রোমেডিক্যাল ল্যাবরেটরির কর্মী হিসেবে লোক নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
আবেদন করার তারিখ
এই পদগুলিতে আবেদন করার শেষ তারিখ ২০২০ সালের ২০শে ডিসেম্বর। ২০২০-২১ সালের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে drdo.gov.in এই ওয়েবসাইটে ক্লিক করে।