তুমিই যোগ্য, নটরাজনের হাতে সিরিজ সেরার পুরস্কার তুলে দিয়ে কী বললেন হার্দিক
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত পারফর্ম্যান্স। তাঁর ২২ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করেই, সিডনিতে দ্বিতীয় টি২০ জিতে ভারত সিরিজ নিজেদের দখলে করেছিল। যার সুবাদে তৃতীয় টি-২০ শেষে আজ সিরিজ সেরার পুরস্কার পেলেন হার্দিক পান্ডিয়া।

নটরাজনের হাতে সিরিজ সেরার পুরস্কার তুলে দিলেন হার্দিক
আর এই পুরস্কার পেয়ে টি নটরাজনের হাতে সিরিজের সেরার ট্রফি তুলে দিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল। প্রসঙ্গত দ্বিতীয় টি-২০তে ম্যাচের সেরা হয়েও পুরস্কার নেওয়ার মুহূর্তে তা নটরাজনের প্রাপ্য বলে হার্দিক প্রতিক্রিয়া দিয়েছিলেন। যেখানে নটরাজন ৪ ওভারে ২০ রান খরচে কৃপণ বোলিং করাতেই ভারত দ্বিতীয় টি-২০ জেতার জন্য সুযোগ তৈরি করেছিল বলে হার্দিক জানান।

কী লিখলেন হার্দিক
২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর আজ টুইটারেও নটরাজনের প্রশাংসা করেছেন হার্দিক। টুইটে হার্দিক লিখেছেন, 'নটরাজন, তুমি এই সিরিজে দুর্দান্ত খেলেছ। কঠিন পরিস্থিতিতে ভারতের হয়ে অভিষেকেই তুমি যা খেলেছ, তাতে তোমার প্রতিভা এবং কঠোর পরিশ্রমকে শ্রদ্ধা করি।'

তুমি যোগ্য, নটরাজনকে বললেন হার্দিক
সঙ্গে পান্ডিয়া আরও জুড়েছেন, 'আমার তরফ থেকে তুমিই এই সিরিজ সেরার পুরস্কার পাওয়ার যোগ্য ক্রিকেটার। জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন।' হার্দিকের মতো বিরাটও এদিন টি-২০ সিরিজ জয়ের ট্রফি, অস্ট্রেলিয়া সফরে দেশের হয়ে প্রথমবার খেলতে নামা টি নটরাজনের হাতে তুলে দিয়ে সেলিব্রেশন সারেন।

সফরে নটরাজনের পারফর্ম্যান্স
প্রসঙ্গত অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআইয়ে নটরাজন দলে আসার পর থেকেই ভারতীয় বোলিংয়ের চেহারা পাল্টায়। প্রথম ওডিআইয়ে ৭০ রান খরচে নটরাজন ২ উইকেট পান। এরপর ৩ টি২০ থেকে সংগ্রহ ৬ উইকেট।