মমতার দোরগোড়া থেকেই কি শুভেন্দুকে বড়শিতে গাঁথবেন নাড্ডা! জল্পনায় যবনিকাপাতের সম্ভাবনা
শুভেন্দু অধিকারী সোমবার গাড়ি ছুটিয়ে কলকাতা ভ্রমণের পর থেকেই জল্পনার পারদ চড়েছিল। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কলকাতা আসার খবরে শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও তীব্র হয়েছে। শুভেন্দু সাংবাদিক এড়াতে কলকাতায় নিজের ফ্ল্যাটে গাড়ি থেকে না নামতেই চর্চা শুরু হয়ে যায়- তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় থেকেই শুভেন্দুকে জালে পুরবেন নাড্ডা?

নাড্ডার কর্মসূচি, শুভেন্দু-অনুগামীর দাবি মিলে যেতেই...
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে ‘আর নয় অন্যায়' কর্মসূচির প্রচারে। আর তার আগে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা দাবি করেছিলে্ন শুভেন্দু অধিকারী দক্ষিণ কলকাতার কোনও এক জায়গা থেকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট করবেন।

নাড্ডার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু, জল্পনা
তার ফলেই জল্পনার পারদ চড়েছে, তবে কি তিনি এদিনই ঘোষণা করবেন তাঁর পরবর্তী পদক্ষেপ। পাশাপাশি প্রশ্ন উঠছে, শুভেন্দু কি এদিনই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারেন? কেননা শুভেন্দু ঘোষণা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছিলেন। রাজনৈতিক মহলের জল্পনা, এমন হতে পারে নাড্ডার উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দিলেন। তবে তা হবেই এখনও এমন কোনও ইঙ্গিত এদিন এখনও মেলেনি।

সবকিছু মিলে যেতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মমতা বন্দ্যোরপাধ্যায়ের ভবানিপুরে আসার কথা মঙ্গলবার। শুভেন্দুর অনুগামী নেতার কথা, শুভেন্দুর কলকাতায় আসা, তারপর বিজেপি সভাপতি জেপি নাড্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে কর্মসূচির প্রচার- সবকিছু মিলে যেতেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

নাড্ডার সফরেই রাজনৈতিক ভবিষ্যৎ ঘোষণা করবেন শুভেন্দু!
সোমবার মমতার সভা চলাকালীন শুভেন্দু কলকাতায় আসার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায়। সাংবাদিকরা তাঁর পিছু নেয়। যে কোনও মুহূর্তে বড় কোনও পদক্ষেপ বা রাজনৈতিক ভবিষ্যৎ ঘোষণা করতে পারেন শুভেন্দু, চর্চা শুরু হয়ে যায় রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে। প্রশ্ন ওঠে শুভেন্দু কেন হঠাৎ কলকাতায় এলেন নাড্ডার সফরের আগে?

একুশের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোন পথে শুভেন্দু!
শুভেন্দু অধিকারী বিগত তিন মাসেরও বেশি সময় ধরে তৃণমূলের দূরত্ব বজায় রেখে চলছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার টেবিলে সমস্যা মেটাতে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে তাঁর তৃণমূলে থাকার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়েছে। একুশের আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে কোন পথে পাড়ি দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে মামলা যোগী সরকারের! জানুন কারণ