একযোগে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ! তৃণমূলকে কেনা যাবে না, মেজাজ হারিয়ে আর যা বললেন মমতা
মেদিনীপুরের সভা থেকে একযোগে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee)। তিনি বলেছেন, তিন ভাই এক হয়েছে। তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা দাঙ্গা লাগাচ্ছে বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

ভারতের মাটি থেকে বিজেপিকে উৎখাত করার ডাক
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভারতের মাটি থেকে উৎখাত করার ডাক দিয়েছে। তিনি বলেন, কৃষি বিল প্রত্যাহার করো, না হলে ভারত ছাড়ো। কৃষি আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সব কিছু কেড়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একযোগে তিন রাজনৈতিক দলকে আক্রমণ
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে আক্রমণ করেছেন। কোনও সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, কঙ্কা, বঙ্কা, শঙ্কা। আবার কখনও তিনি এই তিন দলকে বলেছেন, রক্ষক, ভক্ষক এবং তক্ষক বলে।

ফের বহিরাগত তত্ত্ব
এদিন ফের মুখ্যমন্ত্রীর মুখে বহিরাগত তত্ত্ব। মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহিরাগতদের নিয়ে বাংলা দখলের চেষ্টা চালাচ্ছে বিজেপি। পাশাপাশি এজেন্সি দিয়ে ভয় দেখানোর অভিযোগও করেছেন তিনি। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাকে তিনি গুজরাত বানাতে দেবেন না।

ব্ল্যাকমেলিং করছে বিজেপি
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, বিজেপি ব্ল্যাকমেলিং এবং বার্গেনিং করছে। এব্যাপারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না। তিনি বলেন মানুষকে আলিঙ্গন করে বেঁচে আছে তৃণমূল কংগ্রেস। তিনি স্পষ্ট করে বলেন, তৃণমূলের গায়ে হাত দেওয়ার জায়গা নেই, খাবলা দেওয়ারও জায়গা নেই। তৃণমূলকে কোনও ভাবেই কেনা যাবে না বলেও জানিয়ে দেন তিনি।
পাশাপাশি এদিন তিনি বলেন, বিজেপি লুঠেরাদের প্রোটেকশন দিচ্ছে, দল ভাছছে, সরকার ভাঙছে।

বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি পিএম কেয়ার ফান্ডের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূলকে দুর্নীতিবাজ বলে, নিজেরা সাধুপুরুষ। এদিন মুখ্যমন্ত্রী রাফালে কেনায় দুর্নীতির অভিযোগও তোলেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ কার্যত স্বীকার করে নিয়ে বলেছেন, সবসময় সব কিছু হাতে থাকে না।

হিসেব চাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ
রাজ্য সরকার বারবার বলছে কেন্দ্রের কাছে হাজার হাজার কোটির বকেয়া রয়েছে। অন্যদিকে, কেন্দ্র বলছে রাজ্য সরকার হিসেব না দেওয়াতেই টাকা দেওয়া যাচ্ছে না। সেপ্রসঙ্গ এদিনের সভায় তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কার্যত মেজাজ হারিয়ে বলেন. টাকা দিয়েছিস যে তোকে হিসেব দেব। আগে জনগণকে হিসেব দে।
নতুন ধান নিয়ে শপথ! সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি, মেদিনীপুরের সভা থেকে বার্তা মমতার