অতিমারীর মঝে রহস্যজনক অসুস্থতা শুরু কলকাতা থেকে ১১০০ কি.মি দূরে! করোনা আবহে নয়া রোগের শিকার ৩৪০ জন
২০১৯ সালের ডিসেম্বর থেকে দেখা দিয়েছিল প্রবল করোনার প্রাদুর্ভাব। সেই সময় চিনে ততদিনে কয়েক হাজার মানুষ আক্রান্ত হতে শুরু করেন। আর ২০২০ শেষে সেই হাজার থেকে সংখ্যাটা কোটি ছাড়িয়েছে বিশ্বে। এদিকে, অভিশপ্ত ২০২০ শেষ হওয়ার মুহূর্তে এক রহস্যজনক রোগের প্রাদুর্ভাব শুরু ভারতের এক কোণে।

রহস্য রোগ এল্লুরুতে
অন্ধ্রপ্রদেশের এলুরুতে এক রহস্যজনক রোগ পর পর বহুজনের মধ্যে দেখা দিচ্ছে। আপতভাবে স্থানীয় প্রশাসনের দাবি, রোগটি ছোঁয়াচে নয়। তবে রোগের কারণ অনুসন্ধান করতে এবার কেন্দ্রীয় টিম ময়দানে নামছে।

কলকাতা থেকে ১১০০ কিমি দূরে রোগ ও আতঙ্ক
ইতিমধ্যেই এই রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত ৩৪০ জন। জানা গিয়েছে, এর জেরে একজনের মৃত্যুও হয়েছে। যদিও স্থানীয় প্রশাসন বলছে, মানুষ থেকে মানুষে এই রোগ ছড়াচ্ছে না। ফলে প্রশ্ন উঠছে কলকাতা থেকে ১১৯৯ কিলোমিটার দূরের এলুরুতে ঠিক কী ঘটছে , তা নিয়ে।

রোগের উপসর্গ কী?
জানা যাচ্ছে, এই রোগের উপসর্গ হল আচমকা মৃগী রোগীর মতো আচরণ। কারপর অজ্ঞান হয়ে যাওয়া। এরপর বমি, ক্রমাগত স্মৃতিলোপ, মাথার যন্ত্রণা, আর তার সঙ্গেই প্রবল পিঠে যন্ত্রণা। তবে জ্বর থাকছে না রোগীদের।

জল থেকে কি ছড়াচ্ছে?
প্রসঙ্গত, এই রোগ জল থেকে ছড়াচ্ছে কি না , তা নিয়ে রয়েছে উদ্বেগ ।তবে দেখা গিয়েছে, যাংরা মিনারেল ওয়াটার পান করেছেন,তাঁরাও অসুস্থ হয়ে পড়েছেন। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে।