• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বাংলায় করোনা আক্রান্ত লাফিয়ে কমল টেস্টিং কমতেই, দৈনিক সুস্থের সংখ্যাও হ্রাস

বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে কমল এক হাজার। তবে কমেছে টেস্টিংও। আর জৈনিক সংক্রমিতের সংখ্যা কমতেই দৈনিক সুস্থের সংখ্যাও হ্রাস পেয়েছে বাংলায়। করোনা আক্রান্তের সংখ্যা নয় নয় করে ছাড়িয়ে গিয়েছে পাঁচ লাখের দোরগোড়ায়। আবার সংক্রমিতের সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু সংখ্যা কিন্তু বজায় রয়েছে একই।

৭ ই ডিসেম্বর কোভিড ১৯ আপডেট : রাজ্যে নতুন করে সুস্থের সংখ্যা বাড়ল ৩১৬৭

বাংলায় করোনা আক্রান্ত লাফিয়ে কমল টেস্টিং কমতেই

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২২১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫ লক্ষ ২ হাজার ৮৪০ জন। এদিন ২২১৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৫ হাজার ৫৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭৭১। এদিন মৃত্যু হয়েছে ৪৮ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫ লক্ষ ৫ হাজার ৫৪ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ২৩ হাজার ৮২৯ জন। এদিন ৬৫ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ২২১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২২৩১ জন। মোট করোনা মুক্ত হলেন ৪ লক্ষ ৭২ হাজার ৪৫৪ জন। সুস্থতার রেট হয়েছে ৯৩.৫৫ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬১ লক্ষ ৬৭ হাজার ৩০৭ জনের। ৯৭টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৬৮৫২৬। এদিন টেস্টিং হয়েছে ৩১৪৫৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৮.১৯ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১১২১৪৮। এদিন ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ১০৫৮০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৬ জন বেড়ে হয়েছে ৩৩২৮৩। হাওড়ায় আক্রান্ত ৩২২০৭। এদিন আক্রান্ত হয়েছেন ৭৮ জন। হুগলিতে ১৪৩ জন বেড়ে আক্রান্ত ২৬০৫৮ জন।

English summary
Coronavirus affected decreased to reduce the daily testing in West Bengal. Coronavirus winners also decreased.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X