সোনা কাণ্ডে ফের অস্বস্তিতে পড়তে চলেছেন অভিষেক পত্নী রুজিরা
বিমানবন্দরে সোনা কাণ্ডে আবারও অস্বস্তিতে পড়তে চলেছেন অভিষেক পত্নী রুজিরা নারুলা। সোনা কাণ্ডে রুজিরা নারুলাকে শুল্ক দফতরের পাঠানো সমন খারিজ করে সাময়িক স্বস্তি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি। কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শুল্ক দফতর।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে বিমানে ব্যাঙ্কক থেকে ফেরার সময় দমদম বিমানবন্দরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে ব্যাগে করে সোনা আনার অভিযোগ আনে শুল্ক দফতর। রুজিরার সঙ্গে সেদিন তার বোন মেনকা গম্ভীরও উপস্থিত ছিলেন। তাকেও হাজিরার জন্য সমন পাঠানো হয়। ২২ মার্চ এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। এবং ২৬ মার্চ রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় শুল্ক দফতর।

শুল্ক দফতরের আনা সমনকে অবৈধ ঘোষণার পাশাপাশি তা খারিজ করে দেন। শুল্ক দফতরের জারি করা সমন খারিজ করার পর রুজিরা নারুলা কিছুটা স্বস্তি পেলেও ২১ এর বিধানসভা নির্বাচনের আগে ফের নতুন করে পুরনো মামলা মাথা চারা দিয়ে ওঠায় অভিষেক ও অভিষেক পত্নী তথা রুজিরা নারুলা বেশ অস্বস্থিতে পড়বে বলেই মনে করছেন হাইকোর্টের আইনজীবীদের একাংশ।
মুখ্যমন্ত্রীর সভা চলাকালীনই প্রয়াত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক