রায়নাকে টপকে টি-টোয়েন্টিতে অনন্য নজির ধাওয়ানের, কী এমন করলেন গব্বর!
অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে ওয়ান ডে সিরিজে পরাজয়ের গ্লানি দূর করল ভারতীয় ক্রিকেট দল। এই সাফল্যের অন্যতম কারিগর শিখর ধাওয়ানের দাপুটে ব্যাটিং ক্রিকেট প্রেমীদের মনে দাগ কেটেছে। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেটে রানের নিরিখে প্রাক্তনী সুরেশ রায়নাকে টপকে গেলেন ধাওয়ান। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

ধাওয়ানের রান
রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলার পর টি-টোয়েন্টি ক্রিকেটে শিখর ধাওয়ানের রান সংখ্যা ১৬৪১-এ গিয়ে পৌঁছেছে। ভারতীয় দলের জার্সিতে ৬৩টি ম্যাচ ও ৬১টি ইনিংস খেলে এই রান করেছেন গব্বর। ১১টি অর্ধশতরান এসেছে ধাওয়ানের ব্যাট থেকে।

রায়নাকে টপকে গেলেন গব্বর
প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬০৫ রান করেছেন। বাঁ-হাতি ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সেটাই ছিল সর্বাধিক রান। রবিবার সিডনিতে রায়নাকে টপকে তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন শিখর ধাওয়ান।

সিডনিতে ধাওয়ানের পারফরম্যান্স
রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে শিখর ধাওয়ানের অনবদ্য পারফরম্যান্স। ম্যাচে ৩৬ বলে ৫২ রানের লড়াকু ইনিংস খেলেন গব্বর। চারটি চার ও দুটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে।

সিরিজ হোয়াইটওয়াশের সুযোগ
মঙ্গলবার সিডনিতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচ জিতলে অজিদের তাদেরই মাঠে সিরিজ হোয়াইটওয়াশ করবে বিরাট কোহলি শিবির।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে দেখা যেতে পারে রোহিতকে! কবে ভারত ছাড়ছেন হিটম্যান?