আন্দোলন 'হাইজ্যাক'? এবার দিল্লি সীমানায় কৃষকদের মাঝে অরবিন্দ কেজরিওয়াল
তৃণমূল কংগ্রেসের তরফে সমর্থন জানানো হয়েছিল আগেই। এছাড়াও দেশের বিভিন্ন দল তাদের সমর্থন জানিয়েছে কৃষক আন্দোলন এবং বনধকে। এই পরিস্থিতিতে এবার কৃষকদের সঙ্গে দেখা করতে সিঙ্ঘু সীমানায়া পৌঁছালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং অভিযোগ করেছিলেন, কৃষকদের সমর্থন করছেন না অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়ালকে পাশে পেলেন কৃষকরা
এদিন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পাশে পেলেন কৃষকরা। আজ দিল্লিতে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। সেখানে কৃষকদের সুবিধা অসুবিধা দেখা নিয়ে বৈঠক করেন তিনি। আন্দোলনকারী কৃষকদের কীভাবে সাহায্য করা যায় তার পর্যালোচনা করছেন অরবিন্দ কেজরিওয়াল।

কী বলেন কেজরিওয়াল
এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করে জানিয়েছিলেন, 'আম আদমি পার্টি কৃষকদের ডাকা ভারত বনধ-কে পুরোপুরি সমর্থন করে। সারাদেশের আপ কর্মীরা এটিকে শান্তিপূর্ণভাবে সমর্থন করবেন। দেশবাসীর কাছে আবেদন যে, প্রত্যেকে কৃষকদের সমর্থন করুন এবং এতে অংশ নিন।' দিল্লি সীমানায় গিয়েও কৃষকদের এই একই বার্তা দেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

রথম থেকেই কৃষকদের সমর্থন
এদিন কৃষকদের মাঝে পৌঁছে কেজরিওয়াল দাবি করেন, তিনি প্রথম থেকেই কৃষকদের সমর্থন জানিয়ে এসেছেন। তিনি আন্দোলনকারী কৃষকদের সব দাবিকে সমর্থন জানান। এছাড়া কথা বলে জানতে চেষ্টা করেন যে ঠান্ডা অবস্থান বিক্ষোভরত কৃষকদের কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে কৃষক আন্দোলন নিয়ে অমরিন্দর সিং এবং কেজরিওয়ালের মধ্যে রেষারেষি হয়েছিল। যা পরিস্থিতি, তাতে বিজেপি বিরোধী সকল রাজনৈতিক দলই কৃষক আন্দোলনের সঙ্গে নিজেদের গা ভাসিয়ে দিয়ে ফায়দা তুলতে চাইছে।

কৃষকদের পাশে দাঁড়ান বক্সার বিজেন্দ্র সিং
এর আগে কৃষকদের পাশে দাঁড়ান বক্সার বিজেন্দ্র সিং৷ সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় সরকার এই 'কালো আইন' প্রত্যাহার না করলে তিনি রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ফিরিয়ে দেবেন ৷ আজ কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাঁদের সহানুভূতি জানাতে দিল্লির সিঙ্ঘু সীমানায় যান তিনি৷ কৃষকদের সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও ব্রায়েনও।

পাঞ্জাবের প্রাক্তন খেলোয়াড়রা সিঙ্ঘু সীমানায় যান
শুধু বিজেন্দ্র নন, পাঞ্জাবের আরও পাঁচ প্রাক্তন খেলোয়াড় সিঙ্ঘু সীমানায় যান৷ তাঁদের মধ্য়ে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত হকি খেলোয়াড় রাজবীর কৌর এবং গুরমেল সিং, প্রাক্তন কুস্তিগির করতার সিং, প্রাক্তন বক্সার জয়পাল সিং এবং ধ্য়ানচাঁদ সম্মানপ্রাপ্ত অজিত সিং। শনিবার করতার সিং জানিয়েছিলেন, সজ্জন সিং চিমার সহ বহু প্রাক্তন খেলোয়াড় কৃষকদের সঙ্গে রয়েছেন৷

৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন
অন্য়দিকে প্রাক্তন হকি খেলোয়াড় রাজবীর কৌর জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে তাঁদের প্রাপ্ত পুরস্কার ফিরিয়ে দিতে চান৷ ১০ অক্টোবর কৃষক সংগঠনের প্রতিনিধি দলের সঙ্গে ষষ্ঠবারের জন্য় আলোচনায় বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার আগে কৃষি আইন বাতিলের দাবিতে ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন৷
কৃষক আন্দোলনে 'খালিস্তানি' যোগ?, খোদ রাজধানীতে ধৃত ISI-এর মদতপুষ্ট পাঁচ জঙ্গি