কলকাতা: রবিবার সংবিধানের প্রণেতা বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী৷ এই উপলক্ষ্যে রেড রোডে বিজেপির সভা৷ সেই সভা থেকে ফের ভাইপো ও মমতাকে আক্রমণ করলেন বিজেপি সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়৷

কৈলাশ বলেন, ‘সোনা, কয়লা মাফিয়া কে? চলছে ভাইপোর সরকার। অম্বেডকর নয়, রাজ্যজুড়ে চলছে ভাইপোর সংবিধান। ২৫ লক্ষ টাকার চশমা আর ৭৫ হাজার টাকার জুতো পরেন ভাইপো৷’ ভাইপোর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কৈলাশ বলেন কৃষি আইনের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শরণার্থীদের নাগরিকত্ব দিতে চায় না তার সরকার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দেওয়া হচ্ছে কেন্দ্রের রেশন৷

শনিবার বারাসতের কামাক্ষ্যা মন্দিরে পুজো দিয়ে মতুয়াদের ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন বাংলায় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

তিনি বলেছিলেন, ‘জানুয়ারি থেকে বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। তৃণমূল কংগ্রেসের সরকার শুধু ৩০ শতাংশ মানুষকে নিয়ে ভাবনাচিন্তা করছে। বাকি ৭০ শতাংশ মানুষের দিকে তাকাচ্ছেই না৷ বিজেপি ১০০ শতাংশ লোকের কথা ভাবে। শিল্প, কর্মসংস্থান হবে। রাজনীতিতে হিংসা থাকবে না।”

তার কথায়, ‘সোনার বাংলা তৈরি হয়নি। অনুপ্রবেশকারীরা ঢুকছে। এই সরকার ৩০ শতাংশ লোকের জন্য ভাবে’ বলেও কটাক্ষ তাঁর। কৈলাশ বিজয়বর্গীয়র দাবি, “বিজেপি ১০০ শতাংশ লোকের কথা ভাবে। শিল্প, কর্মসংস্খান হবে। রাজনীতিতে হিংসা থাকবে না।”

উল্লেখ্য, শান্তনু ঠাকুর এর আগে বলেছিলেন, ‘‘কেন নাগরিকত্বের জন্য আমাদের ভিক্ষা চাইতে হচ্ছে বার বার? কেন আন্দোলন করতে হচ্ছে বার বার? কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি— সকলের কাছে আমরা ভিক্ষা চেয়েছি। নাগরিকত্ব আইন প্রয়োগ না হলে মতুয়ারা তাঁদের মতো ভাববেন।’’

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।