• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মমতার ইতিহাস মেদিনীপুরের মাটিতে, অধিকারী-ব্যানার্জি সকলে মিলে সংসারের বার্তা

শুভেন্দু অধিকারী তো নেই-ই, অধিকারী পরিবারের কাউকেই দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। তবে নিঃশব্দেই ইতিহাস গড়ে ফেললেন মমতা। মেদিনীপুরের মাটিতে জনসভায় অধিকারীরা ছাড়াই সফল এককথায় বলাই যায়। জন সমাগমও ছিল বিপুল। তার মাঝেই মমতা স্পষ্ট করে দিলেন- অধিকারী-বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়েই আমাদের সরকার।

মমতার সভা শুভেন্দু ও অধিকারী পরিবার ছাড়া

মমতার সভা শুভেন্দু ও অধিকারী পরিবার ছাড়া

শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর থেকে জেলা সফর শুরু করলেন। এই সভায় শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের অন্য কেউ উপস্থিত থাকেন কি না, সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। শুভেন্দু আসেননি, আসেননি শিশির অধিকারী বা তাঁর অন্য দুই ছেলেও। তবে মমতার মঞ্চে নেতা-নেত্রীর অভাব ছিল না।

শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে মেদিনীপুরে মমতার সভা

শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যে মেদিনীপুরে মমতার সভা

তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছুই জানাননি। তিনি তৃণমূলেই থাকছেন নাকি, তৃণমূল ছেড়ে অন্য কোনও দলে যোগ দিচ্ছেন তাও স্পষ্ট নয়। স্পষ্ট নয় তিনি নতুন দল গড়বেন কি না। এরই মধ্যে মমতা মেদিনীপুরে সভা করে গেলেন। এবং নাম না করেই বার্তা দিয়ে গেলেন শুভেন্দুকে।

মেদিনীপুরের মমতার সভা-মঞ্চে হাজির কারা

মেদিনীপুরের মমতার সভা-মঞ্চে হাজির কারা

এতদিন মমতা মেদিনীপুরে সভা করতে এলে শুভেন্দু অধিকারী বা তাঁর পরিবারের কেউ নেই, এমনটা প্রায় হয়ইনি। এই প্রথম অধিকারীরা ছাড়াই মেদিনীপুরে সভা করে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মেদিনীপুরে তাঁর মঞ্চে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, মানস ভুঁইয়া, পূর্ণেন্দু বসু, চন্দ্রিমা বসু, ছত্রধর মাহাতো প্রমুখ।

অধিকারী-ব্যানার্জি সকলকে নিয়েই তৃণমূলের সংসার

অধিকারী-ব্যানার্জি সকলকে নিয়েই তৃণমূলের সংসার

মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন শুভেন্দুকে নিয়ে জল্পনার আবহে। মমতা এই সভা থেকে বলেন, যদি কেউ মনে করে, তৃণমূলকে ব্ল্যাকমেল করব বার্গেন করব, ভোটের সময় দলকে বিপদে ফেলব, জেনে রাখুন কিছু করতে পারবেন না। এরপরই তিনি আবার বলেন, অধিকারী-ব্যানার্জি সকলকে নিয়েই তৃণমূলের সংসার।

২০২১-এর লক্ষে নতুন শপথ, নতুন নাম! কাজের জন্য রাশিয়া, আমেরিকায় যাওয়ার প্রয়োজন নেই, বললেন মমতা

English summary
Mamata Banerjee builds history in Midnapur to do big rally without Subhendu and Adhikari family
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
"4">4 am to
  • Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Yes No
    Settings X