ফিরে দেখা ২০২০ : করোনায় স্থগিত হওয়া বিশ্বের জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট কোনগুলি
করোনা ভাইরাসের প্রভাবে কার্যত থমকে যাওয়া বিশ্ব ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। ছন্দে ফিরছে ক্রীড়া জগৎ। একে একে খুলছে বিশ্ব ময়দানের সবকটি দিক। তারই মধ্যে এমনও কিছু মেগা ইভেন্ট রয়েছে, যেগুলি অতিমারীর জন্য স্থগিত কিংবা বাতিল করে দেওয়া হয়েছে। সেগুলির তালিকা দেখে নেওয়া যাক।

১) চলতি বছরের ২৪ জুলাই জাপানের টোকিও-তে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য সেই ইভেন্টটি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। জানানো হয়েছে যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে ইভেন্ট।
২) চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে ইভেন্টটি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। অর্থাৎ ২০২২ সালে হবে ওই বিশ্বকাপ। যদিও ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্য একটি সংস্করণ অনুষ্ঠিত হবে।
৩) অতিমারীর জেরে স্থগিত করে দেওয়া হয়েছে চলতি বছরের এশিয়া কাপ। এক বছরের জন্য স্থগিত হয়ে গিয়েছে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপও।
৪) করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে উয়েফা ইউরো কাপ। চলতি বছর হওয়ার কথা ছিল টুর্নামেন্ট। ২৪ দলের এই টুর্নামেন্ট ১২টি দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৫) অতিমারীর জেরে এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে ঐতিহ্যবাহী কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টও। চলতি বছর কলোম্বিয়া ও আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্ট।
৬) করোনা ভাইরাসের জেরে আপাতত বন্ধ রাখা হয়েছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ ও ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ।
৭) অতিমারীর জন্য স্থগিত করে দেওয়া হয়েছে লন্ডন ম্যারাথন। ১২৪ বছরের ইতিহাসে প্রথমবার বন্ধ করে দেওয়া হয়েছে বস্টন ম্যারাথন। আমেরিকায় করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকার কারণেই এই সিদ্ধান্ত।
৮) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এই প্রথম করোনা ভাইরাসের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ২০২০ সালের উইম্বলডন।