কলকাতা: হঠাৎ সুন্দরবনের মধুর চাহিদা বেড়ে গিয়েছে। একদিনে এক হাজারের বেশি বোতলের অর্ডার করেছে আমাজন। সম্প্রতি বাজারে বিক্রি হওয়া নামী সংস্থার মধু সম্পর্কে প্রশ্ন উঠেছে -সেটা আদৌ মধু নাকি চিনি গোলা জল?সেন্টার ফর সাইন্স এন্ড এনভায়রনমেন্ট এই মধু সম্পর্কে প্রশ্ন তোলায় ক্রেতাদের এবার কেনার জন্য নজর পড়েছে সুন্দরবনের মধুর দিকে।

বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের বনফুল মধু কেনার জন্য একদিনে আমাজন ১০৩৭টি বোতলের অর্ডার দিয়েছে। যেখানে গত ছয় সাত মাসে ৩০০ -৪০০ বোতল মধুর অর্ডার হত। অর্থাৎ হঠাৎ মধুর চাহিদা বেড়ে গিয়ে বিক্রি লাফিয়ে বাড়তে দেখা গিয়েছে। বন বিভাগের প্রতিনিধিরা আশা করছেন, একদিনে হঠাৎ এমন অর্ডার হয়েছে তবে আগামী দিনেও আরও চাহিদা হতে পারে।

প্রসঙ্গত গত ডিসেম্বর থেকে সুন্দরবন লাগোয়া অঞ্চলের বিশেষ পদ্ধতিতে মধু চাষ শুরু করা হয়েছে। প্রতি কেজি মধুর দাম রাখা হয়েছে ৪২০ টাকা। এবার প্রায় ৩২টন মধু উৎপাদন হয়েছে এবং তা প্যাকেজিং করে বিপণন করা হচ্ছে। এই উৎপাদিত মধু দেশে-বিদেশে বিক্রির জন্য আমাজনের সহায়তা নিচ্ছে বন বিভাগ।

বন বিভাগের এক কর্তা জানিয়েছেন, যেহেতু দামি কোম্পানির মধুতে ভেজাল রয়েছে বলে খবর রটেছে সেহেতু সুন্দরবনের বনফুলের এই মধুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে। এই আগ্রহ শুধুমাত্র এই রাজ্যে নয় ভিন রাজ্যে লোকেদের মধ্যে রয়েছে বলে অর্ডার এসেছে।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।