গ্রিনের শতরানের সুবাদে প্রস্তুতি ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়া এ, পিছিয়ে ভারত
১৭ নভেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে জমজমাট চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। বর্ডার-গাভাসকর ট্রফির গত মরসুমে অজিদের তাদেরই ভূমে পরাস্ত করেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। এবার সেই হারের বদলা নিতে মরিয়া টিম পেইনরা। অন্যদিকে আসন্ন সিরিজে ভারতীয় দলও যে প্রতিপক্ষকে ছেড়ে কথা বলবে না, তা নিশ্চিত। এরই মাঝে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনের শেষে কিছুটা হলেও পিছিয়ে গিয়েছে ভারত।

সিডনির ড্রামোয়িন ওভালে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট দলের কর্তব্যরত অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান করে ডিক্লিয়ার দিয়ে দেয় মেন ইন ব্লু। ২৪২ বলে ১১৭ রান করেন অধিনায়ক রাহানে। ১৪০ বলে ৫৪ রান করেন চেতেশ্বর পূজারা। শূন্য রান করে আউট হন তরুণ শুভমান গিল ও পৃথ্বী শ। অস্ট্রেলিয়া এ দলের হয়ে ৩ উইকেট নেন জেমস প্যাটিনসন। ২ উইকেট নেন এমজি নেসের ও টি হেড।
জবাবে দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে এখনও পর্যন্ত ২৮৬ রান তুলেছে অস্ট্রেলিয়া এ। ১৭৩ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন ক্যামেরন গ্রিন। ৮৮ বলে ৪৪ রান করেছেন টিম পেইন। ভারতের হয়ে ১৮ ওভার বল করে ৪৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন উমেশ যাদব। ১৯ ওভার বল করে ৭১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ২ উইকেট নিয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনও। উইকেট পাননি নবাগত কার্তিক ত্যাগী ও ভারতের বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব।
রায়নাকে টপকে টি-টোয়েন্টিতে অনন্য নজির ধাওয়ানের, কী এমন করলেন গব্বর!