• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

অজিদের বিরুদ্ধে টি-২০তে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারতীয় দলে কোন পরিবর্তনের সম্ভবনা, সম্ভাব্য একাদশ কী

  • |

ডনের দেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে সিরিজ হারের বদলা নেওয়ার পর, ভারতের সামনে এবার টি-২০ মহারণে হোয়াইটওয়াশ করার সুযোগ। মঙ্গলবার সিডনিতে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে 'মেন ইন ব্লু'। ৩-০ করার সুযোগের সামনে শেষ টি-২০ ম্যাচে কোহলির দলে কী কী পরিবর্তন হতে পারে ও সম্ভাব্য একাদশ কী জেনে নিন।

বিশ্রামে থাকতে পারেন শামি

বিশ্রামে থাকতে পারেন শামি

দ্বিতীয় ম্যাচে শামিকে বিশ্রাম দিয়েছেন কোহলি। দীপক চাহার, শার্দুল ঠাকুর ও টি নটরাজনকে নিয়ে পেস ব্রিগেড সাজানো হয়েছিল। শেষ ম্যাচেও শামি বিশ্রামে থাকতে পারেন।

ফিরতে পারেন বুমরাহ

ফিরতে পারেন বুমরাহ

সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে বিশ্রামে থাকার পর দলে ফিরতে পারেন বুমরাহ। অজিদের বিরুদ্ধে ৩-০ টি২০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার ক্ষেত্রে বুমরাহকে দলে ফেরাতে পারেন কোহলি।

কার জায়গায় বুমরাহে

কার জায়গায় বুমরাহে

সেক্ষেত্রে দ্বিতীয় টি-২০তে চার ওভারে ৪৮ রান খরচে করা দীপক চাহারে পরিবর্তে খেলতে পারেন বুমরাহ। বুমরাহ, শার্দুল ও টি নটরাজন এই তিন পেসার নিয়ে বোলিং ব্রিগেড সাজাতে পারেন বিরাট। সঙ্গে চাহাল ও ওয়াশিংটন সুন্দরে স্পিনে থাকতে চলেছেন।

ব্যাটিংয়ে কোন পরিবর্তন

ব্যাটিংয়ে কোন পরিবর্তন

দ্বিতীয় ম্যাচে পেশি চোটের কারণে মনীশ পান্ডেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সিরিজে সঞ্জু স্যামসন দুই ম্যাচে সুযোগ পেয়েছেন। শেষ ম্যাচে তাঁকে বসিয়ে মনীশকে খেলাতে পারেন বিরাট।

সম্ভাব্য একাদশ কী

সম্ভাব্য একাদশ কী

শিখর ধাওয়ান, লোকেশ রাহুল (উইকেটকিপার), বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, টি নটরাজন, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর,

ভারত বনাম অস্ট্রেলিয়া: ওয়েড থেকে হার্দিক, তৃতীয় টি-২০তে কোন কোন ডুয়েল আকর্ষণের কেন্দ্রে জেনে নিন

English summary
Ind vs Aus 3T20: probable changes and team india's probable xi for 3T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X