আজ জিতলে আইএসএল তালিকার কোথায় গিয়ে পৌঁছবে এটিকে মোহনবাগান?
আজ সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। টুর্নামেন্টে ইতিমধ্যেই জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে আন্টোনিও লোপেজ হাবাসের দল। আজ জিতলে কোথায় পৌঁছবে সবুজ-মেরুন, তা দেখে নেওয়া যাক। আইএসএলের সামগ্রিক পয়েন্ট তালিকায় চোখ বুলিয়ে নেওয়া যাক।

এটিকে মোহনবাগানের অবস্থান
তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। আজকের ম্যাচ জিতলে ফের লিগ তালিকার প্রথম স্থানে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্টে পৌঁছে যাবে সবুজ মেরুন।

আইএসএল তালিকার প্রথম পাঁচ
চলতি আইএসএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। চার ম্যাচ খেলে ৯ পয়েন্টে অবস্থান করছে অভিনেতা রনবীর কাপুরের দল। দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। ৪ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড। তিন ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি। পঞ্চম স্থানে রয়েছে এফসি গোয়া। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৫।

পরের পাঁচ দলের অবস্থান
৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি। সম পরিমাণ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে চেন্নাইয়ান এফসি। অষ্টম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২। ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার নবম স্থানে অবস্থান করছে কেরালা ব্লাস্টার্স। দশম স্থানে থাকা ওড়িশা এফসি ৪ ম্যাচ খেলে ১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে।

সবার শেষে এসসি ইস্টবেঙ্গল
প্রথম বার আইএসএল খেলতে নামা এসসি ইস্টবেঙ্গল হারের হ্যাটট্রিক করে ফেলেছে। ১১তম স্থানে থাকা এই দল এখনও পর্যন্ত গোল ও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
আইএসএলে মুখোমুখি এটিকে মোহনবাগান ও জামশেদপুর, কার পাল্লা ভারী? সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?