রাজ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বিনা পরীক্ষায় পাস! শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন বার্তা সরকারের
আগে জানানো হয়েছিল , সম্ভবত ডিসেম্বরেই স্কুল, কলজে খুলে দিতে পারে রাজ্য সরকার। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তা কার্যত নস্যাৎ করে জানান, কবে স্কুল কলেজ খোলা হবে তা পরে জানানো হবে। আর এবার সেই জায়গা থেকে রাজ্যসরকার স্কুল পড়ুয়াদের জন্য বড়সড় বার্তা দিল।

রাজ্যসরকার কী জানিয়েছে?
রাজ্যসরকার জানিয়েছে, কোনও রকমের পরীক্ষা বাদেই ষষ্ঠ থকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের উত্তীর্ণ করে দিতে হবে। রাজ্যসরকারী স্কুল ও সরকার অনুমোদিত সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এই বার্তা পাঠিয়েছেন রাজ্যের শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি।

রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক
সরকারি নির্দেশে জানানো হয়েছে, স্কুল খুললে, পড়ুয়াদের আগের শ্রেণির পাঠক্রমের বাকি অংশ পড়িয়ে দিতে হবে স্কুলকে। তারপর পরবর্তী শ্রেণির পড়াশোনা চালু করতে হবে। করোনার অতিমারীর দাপটে ২০২০ সালের বড় সময় ধরে বন্ধ রয়েছে স্কুলগুলি।

মাধ্যমিকের আগে টেস্ট নিয়ে কোন সিদ্ধান্ত!
মাধ্যমিকের ক্ষেত্রে শিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষার আগে টেস্ট আয়োজিত হবে না। তবে মক টেস্ট নেওয়া যতে পারে। এর আগে রাজ্যের টেস্ট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বহু অভিভাবক সরব হন। তারপরই এই সিদ্ধান্ত।

মাধ্যমিকের আগে কোন পরিস্থিতি?
২০২১ সালের মাধ্যমিকের আগে সিলেকশন টেস্ট হবে না বেল আগেই জানিয়ে দেয় পর্ষদ। অভিভাবকরা তখন দাবি তোলেন, যদি তা না হয়, তাহলে জীবনের বড় পরীক্ষার আগে পড়ুয়ারা পিছিয়ে পড়তে পারে। তারপরই এমন সিদ্ধান্ত।