তিমিরকান্তি পতি, বাঁকুড়া : ‘বহিরাগত প্রশান্ত কিশোর বাংলা থেকে দূর হটো’ পোষ্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার ইন্দাসের শাশপুরে।
খোদ দলের শাশপুর অঞ্চল কমিটির অফিসে শাসক দলের ‘ভৌট কৌশলী’ প্রশান্ত কিশোরকে ‘বাংলা ছাড়া’র ডাক কে বা কারা দিল তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। আর যা নিয়ে তৈরী হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ঘাস ফুল ও গেরুয়া শিবির দু’পক্ষই দু’জনের দিকে অভিযোগের আঙ্গুল তুলতে শুরু করেছে।
তৃণমূলের ‘ভোট কৌশলী’ প্রশান্ত কিশোরের কাজ কর্ম নিয়ে এমনিতেই দলের একাংশে ক্ষোভ রয়েছে। শীর্ষ নেতৃত্বের কেউ কেউ এনিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশও করেছেন। তার উপর ইন্দাসের শাশপুরের প্রত্যন্ত এই এলাকার দলীয় কার্যালয়ে এই পোষ্টার গ্রামীণ এলাকাতেও নতুন করে বিতর্কের জন্ম দিল।
শাশপুর অঞ্চল তৃণমূল সভাপতি তারাপদ ঘোষ বলেন, টীম প্রশান্ত কিশোর রাজ্যে তৃণমূলের হয়ে মালো কাজ করছে। আর তাতেই ইর্ষান্বিত হয়ে বিজেপি এই কাজ করেছে বলে তার অনুমান। গতকাল রাতে দলীয় অফিস বন্ধ করে যাওয়ার পর এদিন সকালে তাদের এই পোষ্টার নজরে এসেছে। তৃণমূল কর্মীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে না পারে তাই এই সব পোষ্টার বিজেপি লাগিয়েছে বলে তিনি দাবি করেন।
তাঁদের বিরুদ্ধে যারা এই অভিযোগ তুলছে তারা ‘মূর্খ’। দাবি বিজেপির দলের ইন্দাস মণ্ডল-২ সভাপতি গৌতম ধাড়া বলেন, এখন তো তৃণমূলে দাদা, দিদি আর রাজীবের অনুগামীর খেলা চলছে। ঐ দলের পুরাণো কর্মীরা সম্মান না পেয়েই এই সব কাণ্ড করছে বলে তার দাবি