'২ পয়সার প্রেস', তৃণমূল সাংসদের মন্তব্য ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, অস্বস্তিতে শাসক দল
'কর্মীসভায় সংবাদ মাধ্যম কেন? কে ডেকেছে এই ২ পয়সার প্রেসকে' কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যমকে এভাবে আক্রমণ করার অধিকার কে দিয়েছে। এরকনম একাধিক বিবৃতিতে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক, টুইটারে। রবিবার কল্যাণীতে আয়োজিত তৃণমূলের কর্মীসভায় সংবাদ মাধ্যমকে এই তীব্র ভাষাতেই আক্রমণ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

সংবাদ মাধ্যমকে আক্রমণ মহুয়ার
ফের বিতর্কে জড়ালেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। রবিবার কল্যাণীর বিদ্যাসাগর মঞ্চে কর্মিসভায় যোগ দিয়েছিলেন তিনি। সেখানে স্বাভাবিক নিয়মেই হাজির হয়েছিলেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা। মোবাইল আর ক্যামেরা দেখে রেখে যান সাংসদ। কে অনুমতি দিয়েছে প্রবেশে তা জানতে চান। তারপরেই আয়োজকদের ডেকে বলেন, 'কে এই ২ পয়সার প্রেসকে এখানে ডাকে। সরাও এখান থেকে প্রেসকে', দলের মিটিংয়ে কেন প্রেসকে ডাকা হয় বলে প্রশ্ন তোলেন মহুয়া।

বিতর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ
মহুয়া মৈত্রের এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বিজেপিও এই নিয়ে প্রচার শুরু করে গিয়েছে। ফেসবুক, টুইটারে মহুয়া মৈত্রের এই মন্তব্য ভাইরাল করে দেওয়া হয়েছে। তার পরেই নেটিজেনরা এই নিেয় সরব হয়েছেন।

মমতার আক্রমণ
এর আগেও সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সংবাদ মাধ্যমে টাকা দিয়ে ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। দিল্লি থেকে সম্মাদক ঠিক করে দেওয়া হচ্ছে বলেও প্রকাশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা। বিজেপির হয়ে একাধিক সংবাদ মাধ্যম কাজ করছে বলে আক্রমণ শানিয়েছেন তিনি। একদিকে যেমন সংবাদ মাধ্যমকে আক্রমণ করেছেন মমতা তেমনই সাংবাদিকদের জন্য একাধিক প্রকল্পও শুরু করেছেন তিনি।

সরব সাংসদ
লোকসভায় একাধিকবার বিতর্কে জড়িয়েছেন মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য বেশ যুক্তিযুক্ত এবং শক্তিশালী বলেই বিবেচনা করে থাকে রাজনৈতিক মহল।তারপরেই সংবাদ মাধ্যমকে মহুয়া মৈত্রের এই আক্রমণ অনেকেই অস্বাভাবিক বলে মনে করছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এবং আস্থাভাজন বলেই পরিচিত মহুয়া মৈত্র।
'আমরা রাজীবপন্থী', নবান্নর সামনে পোস্টারে ছয়লাপ, দাদার অনুগামীদের পর মাথাচাড়া দিচ্ছে কারা?