অস্ট্রেলিয়ার অধিনায়ক হচ্ছেন স্টিভ স্মিথ? কী বললেন বর্তমান অধিনায়ক
২০১৮ সালে বল বিকৃতি কাণ্ডের এক কালো অধ্যায়! দক্ষিণ আফ্রিকার মাটিতে যে ঘটনার কারণে সুনাম হারিয়েছিলেন স্টিভ স্মিথ। কেপটাউন টেস্টে বলের আকার পরিবর্তনে সহযোগিতা করায় স্মিথকে ক্রিকেট থেকে এক বছরের নির্বাসন করা হয়। সেই সঙ্গে স্মিথের থেকে জাতীয় দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে নিজের ব্যাটিংয়ে ক্রিকেটদুনিয়াকে মুগ্ধ করেছেন স্মিথ। কিন্তু অধিনায়কত্ব আর ফিরে পাওয়া হয়নি। তবে স্মিথের মধ্য়ে আগামীদিনে ফের অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ম্যাথু ওয়েড।

ফিঞ্চের অনুপস্থিতিতে টি-২০ তে অধিনায়ক ওয়েড
ফিঞ্চের চোটের কারণে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে ওয়েডকে অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে। মঙ্গলবার ভারতের বিরুদ্ধে তৃতীয় টি-২০তেও ওয়েডই সম্ভবত নেতৃত্ব দিতে চলেছেন।

স্মিথকে নিয়ে কী বললেন ওয়েড
ম্যাথু ওয়েড অজি দলে অধিনায়কত্ব করা নিয়ে বলেন, 'ফিঞ্চের অনুপস্থিতিতে আমাকে অধিনায়কত্ব করতে বলা হয়েছে। তবে আমাদের দলে একাধিক উচ্চমানের অধিনায়ক রয়েছে। আমাদের দলে স্টিভ স্মিথ রয়েছেন। ওর সময়ে অস্ট্রেলিয়া দল দারুণ খেলেছিল। অজি দলের হয়ে দীর্ঘ সময় ধরে স্মিথ নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে ফের অধিনায়কত্ব ফিরে পেলে স্মিথ ফের নিজেকে প্রমাণ করার যোগ্যতা রাখে'

২০১৮ সালে স্মিথকে সরিয়ে পেইনের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়
প্রসঙ্গত ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ দোষ স্বীকার করে নিলে তাঁর অধিনায়কত্ব কেড়ে নিয়ে সীমিত ওভারে ফিঞ্চ ও টেস্টে পেইনের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

পেইনের পর অধিনায়ক কে, উঠছে প্রশ্ন
তবে চলতি বছরের, ৮ ডিসেম্বর ৩৬ পূর্ণ করা টিম পেইন আগামী বছরেই অবসর নিতে পারেন। সেক্ষেত্রে অজিদের হয়ে টেস্টে ফের কে নেতৃত্ব দেবেন সেই নিয়ে ইতিমধ্য়ে প্রশ্ন উঠছে। আর সেখানেই স্টিভ স্মিথের নাম ভেসে আসছে।
ফিরে দেখা ২০২০ : করোনার আবহে আইপিএলের সফলতার রাস্তা কীভাবে তৈরি করল বিসিসিআই