ভারত বনধের আগের দিন দুই রেল ইউনিয়নের বড় বার্তা ! কৃষক আন্দোলন ঘিরে পারদ তুঙ্গে
রাত পোহালেই ভারত বনধ। দেশের৩ টি কৃষিবিল প্রত্যাহারের দাবিতে এই ভারত বনধ ডেকেছে বিভিন্ন কৃষি সংগঠন। বিজেপি বিরোধী প্রায় সবকটি পার্টিরই এই বনধে সমর্থন রয়েছে বলে খবর। এবার সেই বনধে সমর্থন জানিয়েছে রেলের ২ টি সংগঠন।

জানা গিয়েছে, অল ইন্ডিয়া,রেলওয়েমেন ফেডারেশনের তরফে সোমবারই জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে বনধে। পাশাপাশি রেলের এনএফআইআর এই বনধকে সমর্থন জানিয়েছে। ফলে ৮ ডিসেম্বরের বনধে রেল স্তব্ধ হওয়ার একটা আশঙ্কা দেখা দিতে শুরু করেছে।
রেলের এই দুটি সংগঠন জানিয়েছে, কৃষকদের দাবি সমর্থনযোগ্য। সিঙ্ঘু সীমান্তে যাঁরা লড়াই করছেন ,তাঁদের দাবি সম্পূর্ণভাবে সঠিক। প্রসঙ্গত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের স্থিরতা সহ কৃষিবিল প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। আর সেই মর্মেই আগামীকালের বনধ। এদিকে, কৃষকদের এই আন্দোলন ও বনধকে সমর্থন জানিয়েছে ১১টি রাজনৈতিক দল। সিঙ্ঘু সীমান্তে কৃষক বিক্ষোভ অব্যাহত। এই নিয়ে আজ ১২ দিনে পড়ল কৃষক আন্দোলন। এই পরিস্থিতিতে আন্দোলকারীদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল।