প্রয়াত কিংবদন্তি মারাদোনার নামে ভারতে হবে মিউজিয়াম, থাকতে চলেছে দিয়েগোর সোনার মূর্তি
মারাদোনাহীন ফুটবলবিশ্ব! কিংবদন্তি দিয়েগো মারাদোনার প্রয়াণের পর কেটে দিয়েছে ১২ দিন। ফুটবল ঈশ্বরের প্রয়াণের পর তাঁর স্মরণে নাপোলি ক্লাবের স্টেডিয়ামের নাম পাল্টে মারাদোনা স্টেডিয়াম রাখা হয়েছে। গুরুকে গোল উৎসর্গ করে নিউওয়েল ওল্ড বয়েজের জার্সিতে শ্রদ্ধা জানিয়েছেন মেসি। এবার মারাদোনার স্মরণে তৈরি হবে মিউজিয়াম।

ভারতে হবে মারাদোনার নামে মিউজিয়াম
ববি চেম্মানুর ইন্টারন্যাশানাল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ববি চেম্মানুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিংবদন্তি দিয়েগো মারাদোনা স্মরণে ভারতে মিউজিয়াম তৈরি করা হবে। ফুটবল ঈশ্বরের স্মরণে এই মিউজিয়াম হতে চলেছে।

কোন শহরে মিউজিয়াম
ব্যবসায়ী ববি চেম্মানুর আরও জানিয়েছেন, কলকাতা বা কেরালায় এই মিউজিয়াম হতে চলেছে। মিউজিয়ামে মারাদোনার 'হ্যান্ড অফ গড' মুহূর্তটি বিশেষ ভাস্কর্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিটিশ গোলকিপার পিটার শিল্টনের সামনে হাত দিয়ে গোল করেন মারাদোনা। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ মিনিটে করা ঐ গোলটি 'হ্যান্ড অফ গড' নামে পরিচিত। এই গোলের চার মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে ছয় জনকে কাটিয়ে গোল করেছিলেন মারাদোনা, যা শতাব্দীর সেরা গোল হিসেবে পরিচিত।

মারাদোনার সোনার মূর্তি
সেই সঙ্গে বিশেষ এই মিউজিয়ামে কিংবদন্তি মারাদোনার সোনার মূর্তি বসানো হবে বলে ব্যবসায়ী ববি চেম্মানুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

ফুটবল ঈশ্বরের বিদায়
প্রসঙ্গত ২৫ নভেম্বর নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিয়েগো মারাদোনা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে কিংবদন্তি ফুটবলারের বয়স হয়েছিল ৬০ বছর। ৩০ অক্টোবের ৬০ তম জন্মদিনের পর নভেম্বরের গোডা়র দিকে তিনি অসুস্থ হলে মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মাথায় রক্ত জমাট বাঁধার কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার। যারপর বাড়ি ফিরে নেশামুক্তির কারণে রিহ্যাবে থাকলেও শেষরক্ষা হল না। আকস্মিৎ হার্ট অ্যার্টাকে না ফেরার দেশে পারি ফুটবলের রাজপুত্রের।

শোভন-বৈশাখী অবশেষে বিজেপির কর্মসূচিতে! একুশের আগে সক্রিয় হওয়ার ইঙ্গিত