মেদিনীপুর: দীর্ঘদিন আগের ছবির পুনরাবৃত্তি। এক-মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও ছত্রধর মাহাতো। জামিনে জেল-মুক্তির পর কিছুদিনের মধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। ছত্রধর মাহাতো এখন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য। জঙ্গলমহলে ছত্রধরকে সামনে রেখেই নির্বাচনে ঝাঁপাবে তৃণমূল। ‘আসন্ন বিধানসভা ভোটে জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন’, আশাবাদী ছত্রধর।
দীর্ঘদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে দেখা গেল ছত্রধর মাহাতোকে। এমনিতেই জামিনে জেলমুক্তি ঘটলেও তৃণমূলে যোগ দেওয়ার পর অস্বস্তি থেমে নেই। পিছনে লেগে রয়েছে এনআইএ। ইতিমধ্যেই ছত্রধরকে গ্রেফতারের দাবি জানিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। ছত্রধরকে গ্রেফতার করতে আদালতে আবেদনও করেছে এনআইএ। এরই মধ্যে দলের কাজও চালিয়ে যাচ্ছেন ছত্রধর।
সোমবার মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবায় উপস্থিত ছিলেন ছত্রধর। দীর্ঘদিন পরে ফের একমঞ্চে তৃণমূলনেত্রী ও ছত্রধর মাহাতো। জহ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই আছেন বলে দাবি ছত্রধরের। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘‘জঙ্গলমহলের কিছু মানুষ ভুল বুঝে দূরে সরেছিলেন। এখন পরিস্থিতি বদলেছে অনেকটাই। জঙ্গলমহলের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবেন।’’
জঙ্গলমহলে বিজেপি এবার পর্যদুস্ত হবে বলে দাবি ছত্রধর মাহাতোর। তিনি বলেন, ‘‘এবার জঙ্গলমহলে বিজেপি নিশ্চিহ্ন হবে। আমাকে জেলে ঢোকানোর চেষ্টা হচ্ছে।’’