শুভেন্দু কি বিজেপির পথে! নাড্ডা আসার আগের দিন যে অঙ্কে চড়ছে জল্পনার পারদ
মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরে সভা চলাকালীন শুভেন্দু অধিকারীর গাড়ি ছুটিয়ে চলে এসেছিলেন কলকাতা। তারপর কলকাতায় নিজের ফ্ল্যাটে গাড়ি থেকে না নেমে শহর পরিদর্শন করেছেন। বিশ্বস্ত সুত্রের খবর এদিন পূর্ব মেদিনীপুরের বাড়িতে না ফিরে তিনি কলকাতাতেই রয়ে গিয়েছেন। আর বিজেপি সভাপতি নাড্ডার কলকাতায় আসার কথা মঙ্গলবার। তবে কি নাড্ডার হাত ধরে তিনি বিজেপিতে পাড়ি জমাতে চলেছেন, জল্পনার পারদ চড়েছে ২৪ ঘণ্টা আগে থেকেই।

শুভেন্দুর জেলা ছেড়ে কলকাতায় আসায় জল্পনা
শুভেন্দু কলকাতায় আসার পর থেকেই জল্পনা শুরু হয়ে যায়, এদিনই কি তিনি বড় কোনও পদক্ষেপ নিতে চলেছেন। তা না হলে শুভেন্দু কেন হঠাৎ কলকাতায়? দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মেদিনীপুরে সভা করছেন, তখন শুভেন্দুর জেলা ছেড়ে কলকাতায় আসা নজর কেড়ে নেয়। এদিন সাংবাদিকদের এড়িয়ে যাওয়াও সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

তৃণমূলের সব চেষ্টাই যখন ব্যর্থ শুভেন্দুকে নিয়ে
বিগত তিন মাসেরও বেশি সময় ধরে তৃণমূলের দূরত্ব বজায় রেখে চলছেন শুভেন্দু অধিকারী। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনার টেবিলে সমসযা মেটানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব চেষ্টাই কার্যত ব্যর্থ করে দিয়ে শুভেন্দু জানিয়ে দেন একসঙ্গে চলা আর সম্ভব নয়।

নাড্ডা আসার আগের দিনই কলকাতায় হাজির শুভেন্দু
কিন্তু শুভেন্দু প্রকাশ্যে কিছুই জানাননি। সবই তৃণমূলের দিকে থেকে, না হলে তাঁর অনুগামীরা জল্পনা তৈরি করেছিলেন। এবার শুভেন্দু ধন্দ বাড়িয়ে কলকাতায় হাজির হলেন নাড্ডা আসার আগের দিন। তিনি তাঁর কলকাতার সুকিয়া স্ট্রিটের ফ্ল্যাটেই রয়েছেন বলে জানা গিয়েছে। এখন দেখার তিনি মঙ্গলবার কী কৌশল নেন।

দক্ষিণ কলকাতায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বার্তা দেবেন!
সম্প্রতি শুভেন্দু অনুগামী তথা ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে তিনি দক্ষিণ কলকাতার কোনও এক জায়গা থেকে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বার্তা দেবেন। তারপর পুরুলিয়ায় দাদার অনুগামীরা আবার পৃথক কার্যালয় খুলেছেন। আর এদিন যখন মমতা মেদিনীপুরে সভা করছেন, তখন শুভেন্দু কলকাতায় পৌঁছেছেন।