উন্নয়নের খতিয়ান নিয়ে শ্বেত পত্র প্রকাশ করুন মমতা, উত্তরকন্যা অভিযানের মঞ্চ থেকে দাবি মুকুলের
উত্তর কন্যা অভিযানের মঞ্চ থেকে রাজ্যের উন্নয়নের খতিয়ান নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি বিজেপি নেতা মুকুল রায়ের। মমতা সরকার রাজ্যের কোনও উন্নয়নই করেনি বলে অভিযোগ করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়। উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদকে কত টাকা দিয়েছে বিজেপি তার শ্বেত পত্র প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।

মমতাকে আক্রমণ মুকুলের
উত্তককন্যা অভিযানের মঞ্চ থেকে ফের মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়। তিনি অভিযোগ করেছেন উন্নয়নের নামে কোনও কিছুই করেননি মমতা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে কত টাকা দিয়েছেন মমতা তার হিসেব দিন। শ্বেত পত্র প্রকাশের দাবি জানিেয়ছেন মুকুল রায়। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়কের হত্যার ঘটনায মূল ষড়যন্ত্রী হিসেবে মুকুল রায়ের নামে চার্জশিট দিয়েছে সিআইডি।

মুখ খুললেন মিহির
সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীও। তিিনও এদিন সামিল হয়েছিলেন বিজেপির উত্তরকন্যা অভিযানে। উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন মিহির। কলকাতা কেন্দ্রিক উন্নয়নের কাজ করেছে মমতা সরকার। উত্তরবঙ্গ বঞ্চিত রয়ে গিয়েছে। এবার উত্তরবঙ্গের উন্নয়ন চান তাঁরা। এমনই দাবি জানিয়েছেন মিহির গোস্বামী। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপিতে যোগ দেওয়ার জন্য মিহিরকে আমন্ত্রণ জানানো হয়নি তাঁরই এলাকায় আয়োজিত শিল্প মেলায়।

উত্তরবঙ্গ সফরে উত্তেজনা
প্রথম থেকেই উত্তরবঙ্গ অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে শিলিগুড়িতে। ট্রেন থেকে নামার পরেই দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর গাড়ি আটকায় পুলিস। তাঁদের অতিথি নিবাসে যেতে না দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। শেষে পায়ে হেঁটে হোটেলে যাওয়ার চেষ্টা করেন দিলীপ ঘোষরা।এই নিয়ে দীর্ঘক্ষণ পুলিসের সঙ্গে বচসার পর পথ ছেড়ে দেওয়া হয়। বিজেপি সাংসদ জনবার্লারও গাড়ি আটকানো হয় বলে অভিযোগ।

গুরুংদের নিয়ে আক্রমণ
শিলিগুড়িতে পৌঁছেই গুরুংয়ের প্রসঙ্গ টেনে মমতা সরকারকে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন গুরুংয়ের মতো একজন দেশদ্রোহী নেতা পুলিসের নিরাপত্তা নিয়ে শিলিগুড়িতে এসে সভা করেন। অথচ তাঁরা গণতন্ত্র রক্ষার জন্য সরব হয়েছে তাঁদের পথ আটকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
নতুন ধান নিয়ে শপথ! সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি, মেদিনীপুরের সভা থেকে বার্তা মমতার