সিডনি: ব্যাট হাতে দলের কাজে আসতে পারেননি৷ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন৷ কিন্তু ফিল্ডিং করতে নেমে অসম্ভবকে সম্ভব করে দেখালেন টিম ইন্ডিয়ার টেস্ট দলের ওপেনার পৃথ্বী শ৷ অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি ম্যাচে দুরন্ত ক্যাচ নিয়ে অজি অধিনায়ক টিম পেইনকে প্যাভিলিয়নের রাস্তা দেখান ভারতীয় দলের এই ডানহাতি ওপেনার৷
টেস্টের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে না-থাকা ভারতীয় ক্রিকেটাররা এই ম্যাচে টেস্ট সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালাই করে নেন৷ তিনদিনের ম্যাচে প্রথম ইনিংসে ভারতের ২৪৭ রানের জবাবে সোমবার দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে অস্ট্রেলিয়া-এ৷ দিনের শেষে ৩৯ রানের লিড নিয়েছে তারা।
প্রথম দিন দুরন্ত সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন অজিঙ্ক রাহানে। আর দ্বিতীয় দিন বল হাতে নজর কাড়েন উমেশ যাদব। আর দুরন্ত ফিল্ডিং করলেন পৃথ্বী শ৷ অসাধারণ ক্যাপ নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে প্যাভিলিয়নের রাস্তা দেখান পৃথ্বী৷ উমেশের বলে পেইনের ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে লাফিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন ভারতের এই তরুণ ওপেনার৷ বছর একুশের এই তরুণের কৃতিত্বকে কুর্নীশ জানান সতীর্থরা৷
দ্বিতীয় দিন ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে শুরু করেছিল ভারতীয় দল। ১০৮ রানে অপরাজিত থাকা রাহানে ও মহম্মদ সিরাজ খেলা শুরু করেন৷ কিন্তু সিরাজ ০ রানে ফেরার পর ৯ উইকেটে ২৪৭ রানে ভারতীয় দল ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। রাহানে অপরাজিত থাকেন ১১৭ রানে। ২৪২ বলের ইনিংসে ১৮টি চার ও একটি ছয় মারেন মুম্বইয়ের এই ডানহাতি৷
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া-এ দলের দুই ওপেনার উইল পুকোভস্কি (১) এবং জো বার্নস (৪) কেউ রান পাননি। দুই ওপেনারকেই ফেরান উমেশ। ভারতীয় বোলারদের দাপটে এক সময় ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল অস্ট্রেলিয়া-এ। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ফিরিয়ে দেন মার্কাস হ্যারিস (৩৫) ও নিক ম্যাডিনসনকে (২৩)। অধিনায়ক ট্র্যাভিস হেডকে (১৮) ফেরান সিরাজ। কিন্তু এখান থেকে গ্রিন ও পেইনের ব্যাটে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া-এ। ক্যামেরন গ্রিনের অপরাজিত ১১৪ রানের ইনিংস দলকে লিড এনে দেন। টেস্ট দলের অধিনায়ক টিম পেনের (৪৪) সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৪ রান যোগ করেন তিনি।