আইএসএলে মুখোমুখি এটিকে মোহনবাগান ও জামশেদপুর, কার পাল্লা ভারী? সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?
আজ সন্ধ্যায় আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। কারণ দুই দলের মোকাবিলা যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তার আগে দেখে নেওয়া যাক, আইএসএলে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী। দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে, তাও জেনে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল
আইএসএলে এখনও পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে দুই দল। ৩ বার জিতেছে এটিকে মোহনবাগান। ১ বার জিতেছে জামশেদপুর এফসি। দুই দলের মধ্যে ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে ২ বার।

শেষ দুই সাক্ষাতের ফল
২০১৯ সালের আইসএলের লিগ স্তরে দুই বার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম ম্যাচ ৩-০ গোলে জিতেছিল এটিকে। দ্বিতীয় ম্যাচ ৩-১ গোলে জিতেছিল আন্টোনিও লোপেজ হাবাসের দল।

চলতি টুর্নামেন্টে অগ্রগতি
আইএসএলের চলতি মরসুমে তিন ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এটিকে মোহনবাগান। সম পরিমাণ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। ফলে পারফরম্যান্সের বিচারে আজকের ম্যাচে ধারে এবং ভারে যে এটিকে মোহনবাগান এগিয়ে, তা বোঝাই যাচ্ছে।

সর্বোচ্চ গোলদাতা এবং ক্লিনশিট
চলতি আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন রয় কৃষ্ণা। জামশেদপুর এফসি-র জার্সিতে নেরিজাস ভালসকিস টুর্নামেন্টে সম পরিমাণ গোল করেছেন। চলতি আইএসএলে এখনও পর্যন্ত একটি ম্যাচেও গোল খায়নি এটিকে মোহনবাগান। অন্যদিকে সবকটি ম্যাচেই গোল খেয়েছে জামশেদপুর এফসি। সেদিক থেকেও এগিয়ে আন্টোনিও লোপেজ হাবাসের দল।

সম্ভাব্য প্রথম একাদশ
এটিকে মোহনবাগান : অরিন্দম ভট্টাচার্য (গোলরক্ষক), প্রীতম কোটাল, তিরি, সন্দেশ ঝিঙ্গান, প্রবীর দাস, জ্যাভিয়ার হার্নান্ডেজ, কার্ল ম্যাকহাগ, জয়েশ রানে, শুভাশিস বোস, রয় কৃষ্ণা, মনবীর সিং।
জামশেদপুর এফসি : টিপি রেহনেশ (গোলরক্ষক), লালডিনলিয়ানা রেন্থলেই, স্টিফেন এজে, পিটার হার্টলে, রিকি লালাওমাওমা, আইতোর মনরয়, অমরজিৎ কিয়াম, জ্যাকিচাঁদ সিং, অ্যালেক্স লিমা, অঙ্কিত যাদব, নেরিজাস ভালসকিস।

দুই দলের সম্ভাব্য ছক
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচ ৩-৫-২ ছকে খেলতে পারে এটিকে মোহনবাগান। ৪-২-৩-১ ছকে খেলতে পারে জামশেদপুর এফসি।
প্রিমিয়ার লিগে লিভারপুলের বড় জয়, টটেনহ্যামে বিদ্ধ আর্সেনাল