বিশাখাপত্তনাম: এমনিতেই করোনার জেরে কাঁপছে দেশ। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশে রহস্যজনক রোগ ঘিরে আতঙ্ক ছড়াল। রবিবার রাতে এই রহস্যজনক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যায়। গত রাতে ৭৬ জন রোগী এই রোগে আক্রান্ত হয়। অবস্থা এমন যে, এখন মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৫০ এ। এরমধ্যে ১৮৬ জন অবশ্য সুস্থ হয়ে উঠেছে। অন্যদিকে চিকিৎসাচলাকালীন ১ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন এই অজানা রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে এলুরুতে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছে। ন্যাশনাল প্রযুক্তি পুষ্টি ইনস্টিটিউট (হায়দরাবাদ) এর বিজ্ঞানীদের একটি দল, মঙ্গলগিরি এইমসের চিকিত্সকদের একটি দলকে জলের নমুনা সংগ্রহ করতে এলুরুতে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী ওয়াইএস জগান মোহন রেড্ডি সোমবার এলুরু সফর করতে চলেছেন। একই সঙ্গে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গেও দেখা করবেন। কীভাবে এই রোগ ছড়াল, কোথা থেকেই বা এল ইত্যাদির কারণ অনুসন্ধানে কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
আর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী। সকাল ১০.৩০ মিনিটে এলুরু সরকারী হাসপাতালে পৌঁছাবেন তিনি। সেখানে রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলবেন তিনি।
মনে করা হচ্ছে এই সফরে স্থানীয় প্রশাসন ও দলের নেতাদেরকে বেশ কিছু নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার প্রাদুর্ভাবের পরিস্থিতি এবং কারণগুলি জানতে নির্দেশ দিতে পারেন তিনি।