কলকাতা: টলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী নুসরত জাহান ও ঋতাভরী চক্রবর্তী। দুজনেরই ভক্তের সংখ্যা কম নয়। বড় পর্দায় তো বটেই, তা ছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে। শুধু অভিনয় নয়, দুই বঙ্গললনার ফ্যাশনেও কূপোকাত নেটিজেনরা। আর সেই দুই তারকা যখন মঞ্চে উঠে জনসমক্ষে নাচেন, তাঁদের লাস্য যে পারদ চড়ায় তা বলাই বাহুল্য। এমনই একটি ভিডিও খোদ ঋতাভরীই শেয়ার করেছেন।

ভিডিওয় দেখা যাচ্ছে গানের সঙ্গে নাচছেন দুই সুন্দরী ঋতাভরী ও নুসরত। তবে এই ভিডিওটি সাম্প্রতিক কোনও অনুষ্ঠানের নয়। অতীতের এক সুন্দরী প্রতিযোগিতার থেকে এই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়।

ঋতাভরী সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ভিডিও গ্যালারি ঘেঁটে দেখছিলাম আর দেখুন কী পেলাম! নুসরত আমরা দুজনেই ফেমিনা স্টাইল ডিভার বিচারক হিসেবে গিয়েছিলাম। আমাদের হঠাৎ মঞ্চে ডাকা হয় এবং গগনচুম্বী হিলজুতো পরে আমরা কোনও মতে নেচেছিলাম।

সেই ভিডিওয় ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নুসরত। ভিডিওয় নুসরতকে একটি হালকা রঙের ফ্যাশনেবল শাড়িতে দেখা যায়। সবসময়ের মতোই তাঁকে সুন্দর লাগছিল। অন্যদিকে ঋতাভরী একটি ফ্লোরাল শিয়ার লং স্কার্টের সঙ্গে পরেছিলেন কালো রঙের স্প্যাঘেটি টপ। সঙ্গে ব্যাকব্রাশ করা চুলে লাস্যময়ী লাগছিল তাঁকেও। প্রসঙ্গত এই মুহূর্তে দুই নায়িকাই আসন্ন ছবির কাজ নিয়ে ব্যস্ত।

জেলবন্দি তথাকথিত অপরাধীদের আলোর জগতে ফিরিয়ে এনে নজির স্থাপন করেছেন। মুখোমুখি নৃত্যশিল্পী অলোকানন্দা রায়।