কলকাতা : ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফিরতে পারে শীত। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আপাতত ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পেয়েছে শীতের গতিপথ। তবে এবার তা পরিবর্তন হবে আগামী সপ্তাহে। পারদ নামবে ১৫-র নীচে, যা আগে এই পনেরোতেই থেমে থাকছিল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে।
অন্যদিকে, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। তবে ঘূর্ণিঝড় বুরেভির সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। আবহাওয়া দফতর জানিয়েছে, তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার পর্যন্ত তামিলনাড়ুর দক্ষিণে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়। বৃষ্টি হতে পারে কেরলের দক্ষিণ অংশেও। সতর্কতামূলক ভাবে বুধবার থেকে শনিবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের দাপটে যাতে বিশেষ ক্ষয়ক্ষতি না হয়, তা সামাল দিতে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তৈরি কেরল সরকারও। সেখানে বেশ কয়েকটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কয়েকদিন আগেই তাণ্ডব চালিয়েছে সাইক্লোন নিভার। এরই মধ্যে ফের আরও এক সাইক্লোন। বঙ্গোপসাগরে ধেয়ে আসছে এই সাইক্লোন বুরেভি। প্রবল ঘূর্ণিঝড় নিভারের তাণ্ডবে বিধ্বস্ত তামিলনাড়ু, পুদুচেরি। এখনও বৃষ্টি চলছে সমানে। সাইক্লোন থেমে যাওয়ার পরও নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। জলমগ্ন হয়েছে বহু এলাকা।
নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে পূর্ব উত্তর প্রদেশ ও সংলগ্ন বিহারের ওপরে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চার দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
বুধবার বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল তা দুর্বল হয়েছে। তার জায়গা নিয়ে নিয়েছে এই নয়া ঘূর্ণাবর্ত। ফল শীত কমে যাওয়া দক্ষিণবঙ্গে। স্বাভাবিক ভাবেই সঙ্গী পারদ বৃদ্ধি। বুধবারে আন্দামান ও নিকোবরে হাল্কা বৃষ্টিও হয় ঘূর্ণাবর্তের জেরে। নিকোবরের কয়েকটি স্থাবনে আবার ভারী বৃষ্টির খবর মিলেছিল। এছাড়া বাকি এলাকার আবহাওয়া শুকনোই ছিল। গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে ওডিশায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে রয়েছে, বিহার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।