• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

লঙ্কা প্রিমিয়ার লিগে মাসেল রাসেলের অদ্ভুত কীর্তি, আইপিএলের সাধ মেটালেন!

লঙ্কা প্রিমিয়ার লিগে স্টালিওনসের জয়ের ধারা থমকে গেল। দীনেশ চান্ডিমালের অনবদ্য ব্যাটিংয়ে ম্যাচে দুর্দান্ত জয় পেল কলোম্বো কিংস। এই ম্যাচেই ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে এক অদ্ভুত কীর্তি গড়লেন আন্দ্রে রাসেল। আইপিএলে যা পারেননি, তা লঙ্কা প্রিমিয়ার লিগে করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার।

লঙ্কা প্রিমিয়ার লিগে মাসেল রাসেলের অদ্ভুত কীর্তি, আইপিএলের সাধ মেটালেন!

লঙ্কা প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে জাফনা স্টালিওনসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলোম্বো কিংস। ম্যাচে কিংসের জার্সিতে ব্যাট হাতে ২০ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। দুটি চার ও তিনটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। তাঁর মধ্যে একটি শটে বলের সেলাই খুলে দেওয়া বলতে যা বোঝায়, তা-ই করে দেখিয়েছন ক্যারিবিয়ান অল রাউন্ডার। রাসেলের শটের জোরে কার্যত দুই ভাগ হয়ে যায় ডিউজ বল। আর তা নিয়েই চর্চা ক্রিকেট মহলে। আর প্রশ্ন, এই খেলাটা কেন আইপিএলে দেখাতে পারলেন না রাসেল।

ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান করে জাফনা স্টালিওনস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪১ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। কলোম্বো কিংসের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন কোয়ায়িস আহমদ। চার বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় কলোম্বো। জয়ী দলের হয়ে সর্বাধিক ৫১ বলে ৬৮ রান করেন উইকেটরক্ষক দীনশ চান্ডিমাল। ২২ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুউস।

English summary
Andre Russell damaged the ball with his power hitting in LPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X