কনকাশন নিয়ে অযথা বেশি শব্দ খরচ হচ্ছে, কেন বললেন সুনীল গাভাসকর
বাইশ গজে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট মহারণ মানেই হাড্ডাহাড্ডি ম্যাচ, সেই সঙ্গে মাঠে স্লেজিং কিংবা মাঠের বাইরে কথার লড়াই! ইন্দো-অজি ম্যাচে অতীতে এমন ছবি দেখা গিয়েছে। এবার অবশ্য সফরের শুরু থেকে দুই দলের ক্রিকেটারদের মধ্য়ে সম্প্রীতির ছবি উঠে এসেছে। সেই ছবিতেই তাল কাটল কানকাসন পরিবর্ত।

মাথায় চোট জাদেজার
শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে স্টার্কের বল মাথায় চোট পান রবীন্দ্র জাদেজা। সেই সময় জাড্ডু অবশ্য ডাক্তারদের থেকে কোনও সুশ্রুষা নেননি। ২৩ বলে ৪৪ রানে অপরাজিত থেকে ঝকঝকে ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ১৬১ রানে পৌঁছয় ভারত।

জাড্ডুর কনকাশন পরিবর্ত
তবে ড্রেসিংরুমে ফিরে মাথায় চোট নিয়ে কোনও ঝুঁকি নেননি। সেই কারণেই দল তাঁর পরিবর্তে যুজবেন্দ্র চাহালকে খেলায়। শেষ পর্যন্ত ৪ ওভারে ২৫ রান খরচে চাহাল ৩টি উইকেট নিয়ে ম্যাচে সেরা হয়েছেন। কনকাশন পরিবর্ত হিসেবে জাদেজার জায়গায় চাহালকে খেলানো নিয়েই বিতর্কের সূত্রপাত।

কেন বিতর্ক
অজি দল সরাসরি অভিযোগ না করলেও, ম্যাচ রেফারি ডেভিড বুনের সঙ্গে কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতের মিল না হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। যেখান মাথায় চোটের পর মাঠে ডাক্তারের কোনও প্রবেশ না হয়নি, পরে হ্যামস্ট্রিংয়ে চোট পান জাদেজা, ল্যাঙ্গার এই অভিযোগই এনেছেন। সেক্ষেত্রে মাথার চোটের পরই ডাক্তারের সুশ্রুষা না নেওয়া হলে, কেন কনকাশন পরিবর্ত হিসেবে জাড্ডুর জায়গা চাহাল দলে ঢুকল সেই নিয়ে বুনের কাথে অভিযোগ করেন ল্যাঙ্গার।

গাভাসকর কী জানালেন
এই নিয়েই এবার ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর মুখ খুললেন। অযথা এই নিয়ে বাড়তি শব্দ খরচে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে বলে সানি জানান। ম্যাচ রেফারি ডেভিড বুন প্রাক্তন অস্ট্রেলিয়ান। যেখানে ম্যাচ রেফারি চাহালকে কনকাশন পরিবর্ত করা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন, সেখানে এই নিয়ে অহেতুক আর কোনও বক্তব্যই যুক্তিপূর্ণ নয়। অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারির এখানে চোটের গুরুত্ব বুঝেছেন বলেই নিশ্চিত এই পরিবর্তনের পক্ষে সবুজ সংকেত দিয়েছেন।'