অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কেমন দল নিয়ে নামতে পারে ভারত, সিডনির আবহাওয়া ও পিচ কেমন হবে
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেই প্রেক্ষাপটে সিডনিতে দুই দলের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কবজা করবে ভারত। তা করতে বিরাট কোহলি শিবির কেমন দল নিয়ে মাঠে নামতে পারে, তা দেখে নেওয়া যাক।

ভারতের সম্ভাব্য ব্যাটিং অর্ডার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়া মনীশ পান্ডেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বসানো হতে পারে। পরিবর্তে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন উইকেটরক্ষক কেএল রাহুল, শিখর ধাওয়ান, অধিনায়ক বিরাট কোহলি এবং সঞ্জু স্যামসন। ফলে অপরিবর্তিত থাকবে টিম ইন্ডিয়ার ওপেনিং স্থান।

অল-রাউন্ডার
চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের দুটি টি-টোয়েন্টি মোকাবিলা থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। ফলে হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দরকে টিম ইন্ডিয়া শিবিরে অল-রাউন্ডারের ভূমিকা পালন করতে হবে।

বোলিং বিভাগ
প্রথম একাদশে ঢুকবেন যুজবেন্দ্র চাহাল ও জসপ্রীত বুমরাহ। গত ম্যাচে বিস্তর রান দেওয়া মহম্মদ শামি বাদ পড়তে পারেন।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য সামগ্রিক দল
কেএল রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ।

পিচ ও আবহাওয়া
রবিবার সিডনির আবহাওয়া মনোরম থাকবে বলে জানানো হয়েছে। পিচও ব্যাটিং সহায়কই হবে। টসে জিতে আগে ব্যাটিং করা সঠিক কাজ হবে বলে জানিয়েছেন কিউরেটর।