কিংবদন্তি মারাদোনাকে শ্রদ্ধা নাপোলির, দিয়েগোর নামে ফুটবল স্টেডিয়ামের নামকরণ
চিরঘুমে মারাদোনা! ফুটবল ঈশ্বরের প্রয়াণের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। তারপরও যেন মারাদোনা নেই, মেনে নিতে পারছেন না ফ্যানেরা। মারোদোনাহীন ফুটবলদুনিয়ায় শোকের ছায়া অব্যাহত। এর মাঝেই দিয়েগোর স্মরণে মারাদোনার নামে ফুটবল স্টেডিয়ামের নামকরণ।

কিংবদন্তি মারাদোনার নামে স্টেডিয়ামের নামকরণ
আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও নাপোলির প্রাক্তন ফুটবলার কিংবদন্তি মারাদোনাকে সম্মান জানাতে এবার তাঁর নামে স্টেডিয়ামের নামকরণ করল নাপোলি।

কোন স্টেডিয়ামের নাম পাল্টে মারাদোনার নামে নামকরণ
ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব নাপোলির হোমগ্রাউন্ড সদ্য প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনার নামে নামাঙ্কিত করা হল।

মারাদোনা নামে স্টেডিয়ামের আত্মপ্রকাশ
শুক্রবার থেকে স্তাদিও সান পাওলো স্টেডিয়ামের নাম বদলে তা স্তাদিও দিয়েগো আর্মান্দো মারাদোনা নামে আত্মপ্রকাশ করে।

নাপোলির জার্সিতে মারাদোনার কেরিয়ার
প্রসঙ্গত ১৯৮৪ সালে মারাদোনা ২৩ বছর বয়সে বার্সেলোনা ছেড়ে নাপোলি ক্লাবে খেলতে আসেন। সেই সময় নাপোলি দেশের প্রিমিয়ার ডিভিশনের লিগে নিজেদের জায়গা ধরে রাখার জন্য লড়ছে।

মারাদোনার পায়ে জাদুতে অন্য উচ্চতায় নাপোলি
এই অবস্থায় মারাদোনার পায়ে জাদুতে ফুটবলবিশ্বে নাপোলি ক্লাব উপরের সারিতে জায়গা করে নেয়। ইতালির এই ক্লাবে মারাদোনা ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত ফুটবল খেলেন। নাপোলির হয়ে ১৮৮ ম্যাচে মারাদোনা ৮১টি গোল করেন।

নাপোলির হয়ে সাফল্য
১৯৮৬ সালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পরের বছরেই নাপোলিকে মারাদোনা ইতালির সেরা ক্লাবের মুকুট জিতিয়েছিলেন। পরের বছর নাপোলি উয়েফা কাপ জেতে। ১৯৮৯-৯০ সালে নাপোলিকে ফের ইতালির সেরা করেছিলেন দিয়েগো। মাঝে ১৯৮৭ সালে দল কোপা ইতালিয়া টুর্নামেন্ট জেতে।

ফুটবল ঈশ্বরের বিদায়
প্রসঙ্গত ২৫ নভেম্বর নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে দিয়েগো মারাদোনা প্রয়াত হন। ৩০ অক্টোবর মারাদোনার ৬০ তম জন্মদিনের পর নভেম্বরের শুরু থেকেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। মাথায় রক্তজমাট বাঁধার কারণে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।

মাঠে ফেরা হল না মারাদোনার
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই রিহ্যাবে ছিলেন মারাদোনা। আকস্মিৎ হার্ট অ্যাটার্কে ডাক্তারদের চিকিৎসার সুযোগ না দিয়েই শেষ পর্যন্ত ফুটবলের রাজপুত্র চিরঘুমে চলে যান। ২৮ নভেম্বর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।