শুভেন্দুর মতো জল্পনা জিইয়ে রাখলেন না মৌসম! জানিয়ে দিলেন তিনি কোন পথে
শুভেন্দু অধিকারী বেঁকে বসতেই তৃণমূলের মালদহ জেলা সভানেত্রী মৌসম বেনজির নূরকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তিনিও ইস্তফা দিয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল। এরপর রাখঢাক না করে মৌসম সক্রিয় হয়ে জানিয়ে দিলেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে। শনিবার সাংবাদিক বৈঠকেই স্পষ্ট করলেন সবকিছু।

রীতিমতো ষড়যন্ত্র করে মিথ্যা রটানো হচ্ছে
মৌসম বলেন, সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে ভুল খবর ছড়ানো হচ্ছে। তাঁর বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্র করে তাঁর দল ছাড়ার কথা রটানো হচ্ছে। তিনি গোটা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন। কথা বলেছেন পুলিশের সঙ্গেও। প্রয়োজনে তিনি আইনি পরামর্শ নিতে পারেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা মৌসমের
মৌসম সাফ জানিয়ে দিয়েছেন দলের প্রতি তাঁর কোনও অসন্তোষ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন। তিনি তৃণমূলেই আছেন। এবং দলের জেলা সভাপতিই থাকছেন। শনিবার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি এই বার্তা দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি!
মৌসম বলেন, তাঁর ভাবমূর্তি নষ্ঠ করতেই এইসব রটনা করা হচ্ছে। যে বা যারা এসব করছেন তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৌসম। তাঁর কথায়, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে এসেছি। মমতা বন্যো বপাধ্যায় আমার নেত্রী। তাঁর দেখানো পথেই আমি দলকে এগিয়ে নিয়ে যাব।

তৃণমূলে যোগ শুভেন্দুর হাত ধরে, মমতাকে দেখে
শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, একথা মিথ্যা নয়। তাঁদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের। আর এটাও সত্যি তৃণমূলে যোগ দিয়েছিলাম শুভেন্দু অধিকারী হাত ধরে। কিন্তু তৃণমূলে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। কিন্তু কোনও এক শ্রেণি তাঁর নামে মিথ্যা রটনা করে ভাবমূর্তি কলুষিত করছে।

অভিষেক-পিকের বৈঠকে গরহাজির, সাফাই মৌসমের
মৌসম সাফাই দেন, কেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের ডাকে সাড়া দিয়ে বৈঠকে আসতে পারেননি। তিনি বলেন, আমার জ্বর হয়েছিল। সেই অবস্থায় বৈঠকে যোগ দিতে পারিনি। তারপর আমি তৃণমূল ছাড়ছি বলে মিথ্যা রটানো হয়েছিল। এমনকী রটানো হয়েছিল আমার করোনা হয়েছে বলেও।

তৃণমূলে আগামীর বার্তা দিলেন মৌসন নূর
মৌসম বলেন, এইসব রটনার পিছনো রয়েছে বিজেপি। তিনি কোভিড আক্রান্ত হননি। জ্বর হয়েছিল বলে কোভিড টেস্ট করেছিলাম। কিন্তু পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। আর দলেও তিনি কোনও সমস্যা দেখছেন না। আগামী দিনে দলের সবাইকে নিয়ে এগিয়ে যাবেন বলেও সাফ জানিয়ে দেন সাংবাদিক বৈঠকে।

কংগ্রেসি ঘরানার মৌসম দিদির তৃণমূলে সভানেত্রী
মৌসম বেনজির নুর হলেন গনিখান চৌধুরীর ভাগ্নী, ছিলেন কংগ্রেসের সাংসদও। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ হিসেবে তাঁর দাপট ছিল মালদহ কংগ্রেসে। তিনি জেলা কংগ্রেসের সভানেত্রীও ছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আসার পর শুভেন্দুর হাতে ধরে তিনি তৃণমূলে নাম লেখান।

শুভেন্দুর ফাটল চওড়া, মৌসম দিলেন রটনার সাফাই
২০১৯-এর লোকসভা নির্বাচনে মালদহ উত্তর থেকে তিনি হেরে যান। তাঁকে হারিয়ে সাংসদ হন বিজেপির খগেন মুর্মু। এরপর তৃণমূল মৌসমকে জেলা সভাপতির আসনে বসায়। এখন তৃণমূলের সঙ্গে শুভেন্দুর ফাটল চওড়া হতেই মৌসম বেনজির নুরকে নিয়েও জল্পনা তৈরি হয়। তিনিও তৃণমূল ছাড়তে পারেন বলে রটনা হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর মৌসম সাফ জানিয়ে দেন তিনি তৃণমূলেই থাকছেন।