দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কোন কোন ক্রিকেটারের ওপর বিশেষ নজর থাকবে
রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি মোকাবিলা যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তা অবধারিত। দুই দলের ক্রিকেটাররা নিজেদের সেরাটা দিলেই যে লড়াই হাড্ডাহাড্ডি হবে, সে ব্যাপারেও কোনও সন্দেহ নেই। তারই প্রেক্ষিতে ভারতের যে যে ক্রিকেটারের দিকে বিশ্ব তাকিয়ে থাকবে, তাঁদের চিনে নেওয়া যাক।

উইকেটরক্ষক কেএল রাহুল
আইপিএল ২০২০-তে ১৪ ম্যাচ খেলে ৬৭০ রান করে কমলা টুপি জেতা কুমার লোকেশ রাহুল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেভাবে জ্বলে উঠতে পারেননি। তবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪০ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান।

অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে সিরিজে ২১০ রান করা হার্দিক পান্ডিয়া, মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২০ জয়ের অন্যতম হোতা। সেই তাঁর ওপর টি-টোয়েন্টি সিরিজেও ভরসা রাখছে টিম ইন্ডিয়া।

ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ
আইপিএল ২০২০-তে ১৫টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খুব একটা জ্বলে উঠতে না পারলেও টি-টোয়েন্টি সিরিজে বুমরাহই ভারতের প্রধান ভরসা।

স্পিনার যুজবেন্দ্র চাহাল
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএল ২০২০-তে ১৫টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে কনকাশান পরিবর্ত হিসেবে মাঠে নেমে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন।